স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জে দূর্যোগ সহনশীল জলবায়ু উপযোগী কৃষি অনুশীলন ও বিস্তার প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকদের নিয়ে দিনব্যাপী বোরো ধান চাষ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় এসেড হবিগঞ্জের সহযোগিতায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ২০ জন কৃষককে এ প্রশিক্ষণ দেয়া হয়৷
প্রশিক্ষণে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র সাইন্টিফিক অফিসার মো: মোস্তফা মাহবুব , পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, উপসহকারী কৃষি কর্মকর্তা মোকাররমা মুক্তা, এসেড হবিগঞ্জের প্রজেক্ট অফিসার জুলফিকার আলী শিকদার, ফিল্ড ডেভেলপমেন্ট অফিসার মুহাম্মদ আব্দুল হাকিম ও পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান প্রমুখ।