স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জে বিএনপির এক সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন। যতটুকু সংস্কার দরকার, তা করেই দ্রুত নির্বাচন দিন, তাহলে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।”
বুধবার শহরের পুরাতন বাসস্টেশনে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে দলটির আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবি জানান তিনি।
আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জকে বিএনপির শক্ত ঘাঁটি উল্লেখ করে বলেন, “আমাদের নেতা তারেক রহমান ক্ষমতায় এলে সুনামগঞ্জের সব সেক্টরে উন্নয়ন হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সুনামগঞ্জবাসীর ভূমিকা প্রশংসনীয়।”
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক।
সমাবেশ চলাকালে আশপাশের রাস্তায় যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। রিকশা ও অটোরিকশা চালকদের বিকল্প পথ নিতে হয়, যা নিয়ে কিছু চালক ক্ষোভ প্রকাশ করেন।