সুনামগঞ্জ সংবাদদাতা:
দেশের সর্বাধিক প্রকাশিত মাসিক শিশু কিশোর পত্রিকা”কিশোরকন্ঠ “মেধাবৃত্তি পরীক্ষা -২০২৪ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার (১৭) ফেব্রুয়ারী জেলা শিল্পকলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে সকাল ১০টায় কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন’র সভাপতিত্বে এবং
কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার ভাইস চেয়ারম্যান ফারহান শাহরিয়ার ফাহিম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ডা.নাঈম তাজওয়ার,কিশোর কন্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার সাবেক চেয়ারম্যান, তোফায়েল আহমেদ খান, মনিরুজ্জামান পিয়াস, শাবিপ্রবির ভাইস চেয়ারম্যান মাসুদ রানা তুহিন, শাবিপ্রবির সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, মেধাবীদের প্রতি আমাদের প্রত্যাশা বেশী। তাদেরকে নিজেদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে জাতির আকাঙ্খা ফুটিয়ে তুলতে হবে।
তারা আরো বলেন, আমরা একদল দেশপ্রেমিক সাহসী মানুষ চাই, যারা শুধু নিজেদের ব্যক্তি জীবনেই সীমাবদ্ধ থাকবে না। বরং বঞ্চিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করবে।
মেধাবীদের উদ্দেশ্যে তারা বলেন,শুধু পাঠ্যপুস্তক নিয়েই লেখাপড়া করলে চলবে
উল্লেখ্য যে, কিশোরকন্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তি পরীক্ষায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করে। এরমধ্যে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২৫৬ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।