স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
শান্তিগঞ্জের জয়কলস ইউনিয়নের আসামপুর গ্রামে ইসলামী সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দিনব্যাপী আসামপুর পূর্ব পাড়া জামে মসজিদের উদ্যোগে এই ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আসামপুর গ্রামের মুরব্বি মো. আলকাছ মিয়ার সভাপতিত্বে ও সমাজসেবী মো. লোকমান হোসেনের সার্বিক তত্বাবধানে ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ করেন, ঢাকা উত্তরার বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি মাহমুদুল হাসান ক্বাসিমী।
ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন, মাও. মুফতি নোমানুর রশিদ তরফদার।
মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে তাফসীর পেশ করেন, সৎপুর দারুল হাদিস কাসিল মাদ্রাসার শিক্ষক মাও. মুফতি হাফিজ বদর উদ্দিন আল-আমিন, মাওলানা মিছবাহ উদ্দিন, মাওলানা তাজ উদ্দিন আহমদ তাজুদ, মাওলানা আব্দুল মুকিদ প্রমূখ।