ছবি সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরের পৌর শহরের হবিবপুর আশিঘর গ্রামের আব্দুল কুদ্দুস বাদী হয়ে রিয়াজ আহমেদ,মিনহাজ মিয়া, সুরমা বেগম, আগুরা বেগম কে বিবাদী করে বসত বাড়ির জায়গা জমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণের অভিযোগ করেন জগন্নাথপুর থানায়।
অভিযোগে উল্লেখ করা হয় ছালেপুর মৌজার জেএল-৬৬,খতিয়ান-১৪১,৭৯ নং দাগের বসত বাড়ির জায়গা জমি নিয়ে আদালতে মামলা মোকাদ্দমা চলতেছে এবং উক্ত জায়গার উপর আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে।২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় আব্দুল কুদ্দুস দেখতে পান উক্ত জায়গায় পাকা দেয়াল নির্মাণ করছে বিবাদীগণ।আব্দুল কুদ্দুস বাধা-নিষেধ করিলে বিবাদী গণ তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও যেকোনো সময় যেকোনো স্থানে জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকায় জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগ পেয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহফুজ ইমতিয়াজ ভূইয়ার নির্দেশনায় এ এস আই কামাল হোসেনের নের্তৃত্বে তাৎক্ষণিক একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের কে পাকা দেয়াল নির্মাণ কাজ বন্ধ করে আসেন।