ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি:
ছাতক থেকে মোঃ আলেক মিয়া নামের এক তরতাজা যুবক নিখোঁজ হয়েছে। আজ বুধবার ৬ মার্চ দুপুরে সে নিখোঁজ হয়। দুপুরে শহরের মন্ডলীভোগস্থ বাসা থেকে বের হয়ে এ পর্যন্ত সে আর বাসায় ফিরেনি। মোঃ আলেক মিয়া ছাতক পৌরসভার মন্ডলীভোগ এলাকার বাসিন্দা মোঃ আরশ আলীর পুত্র। পরিবারিক সুত্র থেকে জানাগেছে, আজ দুপুর ২ টার দিকে বাসা থেকে বের হয়ে সে আর বাসায় ফিরে আসেনি। বিকেলে সে বাসায় মোবাইল ফোনে যোগাযোগ করে বলেছে সে ধারণ বাজারে রয়েছে। এর কিছু সময় পর সে তার সাথে থাকা মোবাইল ফোনে বাসায় আবারো যোগাযোগ করে বলে গোবিন্দগঞ্জ রয়েছে। কিছু সময়ের মধ্যে বাসায় ফিরবে। এরপর থেকে মোঃ আলেক মিয়ার সাথে থাকা মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। যদি কোন সুহৃদ ব্যাক্তি কোথাও তার সন্ধান পেয়ে থাকেন তবে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হয়েছে।
যোগাযোগঃ(০১৭৪৩- ৭৮৪৫৭০)