তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি ”
প্রতিপাদ্যকে সামনে রেখে তাহিরপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২৫ রেলি মহড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১০(মার্চ)সোমবার সকাল ১১টায় তাহিরপুর উপজেলা পরিষদের সামনে থেকে তাহিরপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ রেলি মহড়া নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রেলিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম উপজেলা পি আই ও, উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তাহিরপুর ওয়ার্ল্ড ভিশন, এফআইভিডিবি -ইউমেন লিড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, সদর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
তাহিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন থেকে নিজেকে সুরক্ষা করা ও দ্রুত আগুন নিবানোর নানা কৌশল শিক্ষা দেওয়া হয়।