দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান শ্যামারচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মো.আনোয়ার হোসাইন।তিনি উপজেলার শ্যামারচর গ্রামের এক সম্রান্ত পরিবারের সন্তান।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে মাদরাসার অফিস কক্ষে দিরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও মাদ্রাসার নির্বাচনে প্রিজাইডিং অফিসার মো.মফিজুল ইসলাম খানের উপস্থিতিতে অভিভাবক সদস্য,দাতা সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত সভাপতি মো. আনোয়ার হোসাইন বলেন,এই ঐতিহ্যবাহী মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে চাই।পরিচালনা কমিটির সদস্যদের সহযোগিতায় এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করতে চাই।আমাকে সভাপতি করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।