স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-৪( সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সমর্থনে পবিত্র মাহে রমজান উপলক্ষে
বুধবার সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিএনপি নেতা আবু তাহেরের সভাপতিত্বে ও বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাপ মিয়ার সঞ্চালনায় সভার শুরুতেই কোরআন তেলওয়াত করেন পলাশ ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক হাবিবুর রহমান।
উক্ত অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন,বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম,আবু সিদ্দিক, নুরুল ইসলাম,মোঃ গুলেনুর,মাহবুব আলম তালেব,রমিজ মাষ্টার, ফুল মিয়া বিএনপির নেতা। বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক,জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুর সাত্তার,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুুুুল কালাম আজাদ,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ ফুল মিয়া চেয়ারম্যান,মোহাম্মদ আলী,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ।
সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ লিলু,যুগ্ম আহবায়ক আব্দুর রহিম,সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান দিলু ,সদস্য ওমর খৈয়াম,সুনামগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম, যুগ্ম আহবায়ক আকবর আলী,বিএনপি নেতা আনোয়ার পারভেজ, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষকদলের আহবায়ক ইকবাল হোসেন, পৌর কৃষকদলের আহবায়ক রুমেন আহমদ ,জেলা সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মমিনুল হক কালারচাঁন,পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ,জেরা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি সুহেল মিয়াসহ জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ ( সদর ও বিশ্বম্ভরপুর) আসনে এড.নুরুল ইসলাম নুরুলের মতো একজন জনদরদী নেতাকে ধানের শীষের মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।