দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন শাখার উদ্যোগে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক
আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ,সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক সেক্রেটারি ও দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও দেলোয়ার হোসাইন,জাবা মেডিক্যাল সেন্টার ছাতকের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম, বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক পৌরশাখা’র সহসভাপতি
মাওলানা মুহিবুর রহমান উসমান।
নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমান’র সভাপতিত্বে ও সেক্রেটারি রফিকুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়ন যুবফোরামের সভাপতি আবিদ রনি, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন যুবফোরামের সহসভাপতি রফিকুল ইসলাম,হাবিব নগর ইউনিট জামায়াতের সভাপতি হাফেজ নজরুল ইসলাম।
এসময় দোয়ারাবাজার উপজেলা বিএনপি নেতা এমএ আব্দুল্লাহ,ছাতক পৌর জামায়াতে নেতা মাও সিদ্দিকুল ইসলাম, স্থানীয় গণমাধ্যমকর্মী, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।