সুনামগঞ্জ সংবাদদাতা:
আজ ১৭ রমাদান মঙ্গলবার সুনামগঞ্জের সদর উপজেলার একটি অডিটোরিয়ামে শতাধিক শিক্ষার্থীদের, ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সদর উপজেলা পূর্ব আদর্শ শাখা।
ছাত্রশিবির সদর উপজেলা পূর্ব আদর্শ শাখার সেক্রেটারি আলী হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র শাখার সভাপতি ইকরামুল হক মাজেদ।
অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার প্রকাশনা সম্পাদক রাকাব আহমদ শিশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামি ,শাহজাহান কবির।
আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির সদর উপজেলা পূর্ব আদর্শ শাখার সাহিত্য সম্পাদক হাফেজ আতিকুর রহমান মিডিয়া ও প্রচার সম্পাদক আমিনুর রহমান পরান , মেরাজুল ইসলাম, মোস্তফা রশিদ তালহা, আজমদ হোসেন আরিফ, মেরাজুল ইসলাম, জুবায়ের আহমদ।
বক্তারা বক্তব্যের মধ্যে বদরের গুরুত্বপূর্ণ দিকগুলো উল্লেখ করেন