স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
রাজনৈতিক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলের করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
আজ মঙ্গলবার শহরের পুরাতন বাস স্টেশনে পানসি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এড এহসানুল মাহবুব জুবায়ের।
জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে ও এডভোকেট নূরুল আলমের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর এড মুহাম্মদ শামস উদ্দিন, জেলা খেলাফত মজলিসের আমীর মুফতি আজিজুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট তৈয়বুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী, জেলা জামায়াতের নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, অধ্যক্ষ মাওলানা আলীনূর প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ স খালিদ, জেলা বিএনপির সদস্য আবুল মনসুর শওকত, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ কান্তি দে, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল প্রমুখ।