স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
হামলা,মামলা ও জেল-জরিমানার ভয়ে এতদিন ইফতার ও দোয়া মাহফিল আয়োজন দূরের কথা, ঈদের নামাজও ঈদগাহে গিয়ে পড়তে পারেননি শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। তবে দীর্ঘ ১৭ বছর পর প্রথমবারের মতো উন্মুক্ত মাঠে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত তারা।শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ব্যারিস্টার আনোয়ার হোসেন এর নিজস্ব রাজনৈতিক কার্যালয়ের প্রাঙ্গণে শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাতীয়তা বাদী দল বিএনপির সুনামগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদির আহমদ। উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা মোফাসছির আহমদ রিয়াদ এর সঞ্চালনায় আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন
শান্তিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু,আহবায়ক কমিটির সদস্য শের আলম,জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মুহিন খান ময়না, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ বুরহান উদ্দিন।উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল হোসেন,, শ্রমিকদল সিলেট ইয়ারপোট শাখার আহবায়ক সানুর আলী, উপজেলা বিএনপি নেতা ইসমত পাশা, আব্দুর রাজ্জাক ময়না,অলিউল কাইয়ুম, আব্দুল লতিফ, উপজেলা যুবদল নেতা শামীম আহমদ।
বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, আব্দুল ওয়াকিব, সেলিম আহমদ,গিয়াস উদ্দিন, জমিল মিয়া, পর্তুগাল প্রবাসী টিপু সুলতান রুয়েল,সুনামগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মুরশেদ আহমদ হৃদয়,উপজেলা,নাইমুর রহমান রেজুয়ান,তপু ইসলাম ইমন সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমান ও গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়ার নির্দেশে আজকের এই আয়োজন। দীর্ঘ ১৭ বছর পর উন্মুক্ত মাঠে বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে ইফতার করতে পারছে, যা আমাদের জন্য একটি বড় অর্জন।
বিশেষ অতিথির বক্তব্যে নাদির আহমদ বলেন, আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। আজ তারা মুক্ত পরিবেশে একত্রিত হয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিতে পেরেছেন, যা আমাদের অনুপ্রাণিত করছে। আমি সবসময় সুনামগঞ্জ জেলার নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।
উচ্ছ্বসিত নেতাকর্মীরা এ সময় ঘোষণা দেন, আগামী দিনগুলোতে বিএনপি আরও সুসংগঠিতভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করবে এবং দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।