স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত।
সোমবার(২৪মার্চ) বিকেলে উপজেলার পাথারিয়া বাজারে আল মদিনা মার্কেটের ২য় তলার হল কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথারিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রশিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের শ্রমিক কল্যাণ সভাপতি আজমল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওঃ আশরফ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বায়তুল মাল সম্পাদক সুনামগঞ্জ বারের শিক্ষানবীশ আইনজীবী আসাদুজ্জামান,ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি কাজী আব্দুল মালেক, পাথারিয়া বাজার ইউনিট জামায়াতের সভাপতি সয়ফুল আলম শিবলু, প্রভাষক সেলিম আহমদ,প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন পাথারিয়া ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি সুজাত আহমেদ, সেক্রেটারি মাছুম আহমদ-সহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের সমর্থক ও দায়িত্বশীল বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা আশরফ আলী বলেন কুরআনের বরকত পেতে হলে কুরআন দিয়ে দেশ চালাতে হবে। মাহে রামাদান বরকতময় মাসে কল্যাণময় মাসে আমরা প্রত্যেকেই প্রতিদিন কোন-না কোন ভালো কাজে অংশগ্রহণ করবো। পাশাপাশি বেশি বেশি আমল করে আল্লাহর নৈকট্য লাভ করবো। কুরআনের আইন দিয়ে দেশ পরিচালনা হলে সমাজ ও দেশ অবশ্যই সুন্দর হবে।