স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের শিমুলবাঁক গ্রামে বাস্তবায়নধানী আমার গ্রাম আমার শহর পাইলট গ্রাম উন্নয়ন প্রকল্পের আওয়াত তেহকিয়া-শিমুলবাঁক পর্যন্ত রাস্তার মাটি ভরাটের কাজ ধীর গতিতে চলছে৷ এতে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা৷ এরই মধ্যে কাজ পরিদর্শন করেছেন এই প্রকল্পের ঢাকার কনসালটেন্ট টিম।
সোমবার(২৪ মার্চ) দুপুরে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন কনসালটেন্ট টিম।
এসময় শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনূর রহমান শাহিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলমসহ প্রকল্পের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কনসালটেন্ট টিম মাটি ভরাট কাজের ধীরগতি দেখে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন।
কথা হলে স্থানীয়রা জানান, প্রথমে কাজের গতি ভাল ছিল। তবে এখন কাজের গতি কম৷ যদি দ্রুত কাজ শেষ না করা হয় বৃষ্টি হলে কাজ আর হবে না। মাটি ধসে যাবে৷ এতে মারাত্মক সমস্যায় পড়তে হবে আমাদের৷ তাই দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি জানান তারা।
উল্লেখ্য, ৯ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে বিশেষ এই পাইলট প্রকল্পের কাজটি করছে মেসার্স মমিনুল হক-এম এ ওয়াহেদ(জেবি)। বাস্তবায়ন করছে এলজিইডি৷