দোয়ারাবাজার (সুনামগঞ্জ).সংবাদদাতা:
পবিত্র কুরআন নাযিলের মাস রামাদ্বান মাস উপলক্ষে সাধারণ স্কুল-মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা দক্ষিণ সাথী শাখা।
রবিবার (২৩ মার্চ) বিকালে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের একটি মিলনায়তনে এই কর্মসূচী পালন করে সংগঠনটি।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা অফিস ও অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠান প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের কে আলোকিত মানুষ হতে হবে, কুরআন কে বুঝতে হবে। অর্থসহ বেশি করে অধ্যায়ন করতে হবে ও কুরআনের আলোকে আমাদের নিজের জীবনকে সাজাতে হবে ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক জুবায়ের আহমেদ ।
ছাত্রশিবির দোয়ারাবাজার উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাহবুবুর রহমান রোকন এর সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সালমান এর পরিচালনায় এতে দোয়ারাবাজার উপজেলা দক্ষিণ শাখার সাহিত্য সম্পাদক আলমগীর হোসাইন, উপশাখা প্রতিনিধি তারেক আহমদ , হামিদুর রহমান , সালেহীন আহমদ সহবিভিন্ন উপশাখার প্রতিনিধি ও স্কুল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।