দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি: র্ঘদিনের স্বৈরচারী দুঃশাসনের পর দেশের মানুষ এখন শান্তি চায়, স্বস্তি চায়। তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। কারণ মানুষ জানে, জামায়াতই পারবে দেশে শান্তিশৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত করতে।
রবিবার (২৩ মার্চ) দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের লুভিয়া ও পূর্বসোনাপুর মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৫(ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাও আব্দুস সালাম আল মাদানী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য
রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন’র কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক প্রখ্যাত আলেমেদ্বীন মাও মাহমুদুর রহমান দেলোয়ার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিবিরের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ।
এসময় বক্তারা আরও বলেন, আওয়ামী স্বৈরাচার ১৫ বছর জনগণের ওপর চেপে বসেছিল। কিন্তু আল্লাহর রহমত যখন আসে তখন শয়তানি শক্তি পালাতে বাধ্য হয়। ন্যায়ের জন্য যারা লড়াই করে তাদের বিজয় নিশ্চিত। এই সুযোগ কাজে লাগিয়ে এখন আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই।
এসময় জামায়াতে নেতারা বলেন, শেষ পর্যন্ত তরুণ প্রজন্মকেও রাজাকার সাব্যস্ত করা হয়েছিল। তাদের দমন করতে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আবু সাঈদের মতো তরুণরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন। তরুণদের এই ত্যাগের মাধ্যমেই দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে।
১৫টি বছর জামায়াতের কর্মীরা ঘরে থাকতে পারেননি। আমাদের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে। আরও অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। মামলা-হামলা, গুম-খুন করে দমানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে দমানো যায়নি। যার সাক্ষ্য দিচ্ছে এখন দেশের প্রতিটি জনগণ।
এতে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন
নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ্ব আতাউর রহমান, নায়েবে আমীর ডাঃ আবুল কালাম আজাদ, সেক্রেটারি রফিকুর রহমান, বনগাঁও মাদ্রাসার সুপার মাও সিরাজুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আলিমুর রহমান,
লুভিয়া মাদ্রাসার মুহতামিম মাও আবু তাহের,
দোয়ারাবাজার উপজেলা খেলাফত মজলিসের সহসাধারণ সম্পাদক মাও আব্দুল খালিক মানিক,
নরসিংপুর ইউপি যুব ফোরামের সভাপতি আবিদ রনি,সহ-সভাপতি ও দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,১নং ওয়ার্ড ইউপি সদস্য ধন মিয়া,১নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি হাফেজ নজরুল ইসলাম।
জামায়াতে ইসলামী ১নং ওয়ার্ড সভাপতি ফরহাদ হোসেন’র সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আব্দুল আলিম ও উমর ফারুক এর যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বনগাঁও মাদ্রাসার সুপার মাও সিরাজুল ইসলাম।
এদিকে ইফতার ও দোয়া মাহফিলে জামায়াতে ইসলামীর কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় ভরপুর হয়ে উঠে পুরো মাদ্রাসা ক্যাম্পাস। মানুষের এমন স্বতস্ফুর্ত অংশগ্রহনে আর জামায়াতে -শিবিরের মিছিলে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। দেখা দেয় ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের এক নতুন সম্ভাবনার।