সুনামগঞ্জ সংবাদদাতা:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬শে মার্চ ২০২৫, বুধবার বিকাল ২:৩০ মিনিটে স্থানীয় মজলিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ইউকে লুটন শাখার সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিরুল ইসলাম। তিনি বলেন, “১৯৭১ সালের স্বাধীনতার পর ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত স্বাধীনতাকে বিনষ্ট করতে বহুমুখী ষড়যন্ত্র চলছে, যা প্রতিহত করতে হবে।”
শাখা সভাপতি মাওলানা আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আতাউল হকের পরিচালনায় এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বায়তুলমাল সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, নির্বাহী সদস্য ফখর উদ্দিন, খেলাফত মজলিস পৌর ৪নং ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফাহিম, শ্রমিক নেতা জুয়েল আহমদ হিরণ, মুহাম্মদ তুহিন মিয়া, জাবের আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু।