স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ মার্চ) সকাল সোয় ৮টায় এই জামাত অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ পুলিশ লাইন্স জামে মসজিদে জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, অফিসার ইনচার্জ (সুনামগঞ্জ সদর মডেল থানা) মো. আবুল কালামসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।