ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর নূরুল উলুম মাদ্রাসার সামনের সড়কে শুক্রবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তাওহীদ মিয়া নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামে। সে ওই গ্রামের কৃষক ফজর আলীর ছেলে।
ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলার ভাটাপাড়া গ্রামের সামনের সড়কে থাকা মুন্না মিয়া নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক স্ট্যান্ড থেকে শুক্রবার দুপুরের দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। ওই শিশুটি নিজ বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনের দোকানে দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি শিশুটির ওপর তুলে দিলে সে সড়কের নীচে পড়ে গুরুতর আহত হয় পরে ওই অটেরিকশা চালক শিশুটিকে নিয়ে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন অটোরিকশাসহ চালক পলাতক রয়েছে। এই মৃত্যু নিয়ে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় শিশুর লাশটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা
,
শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










ধর্মপাশায় অটোরিকশার ধাক্কায় ৪ বছরের এক শিশুর মৃত্যু
-
মহি উদ্দিন আরিফ
- আপডেট সময় ০৮:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- ৫৩৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ