স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
শান্তিগঞ্জের পাথারিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মজনু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।উপজেলার পাথারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পাথারিয়া গ্রামের হাজী বাড়ির পাথারিয়া বাজারের মজনু স্টোর এর সত্বাধিকারী মোঃমজনু মিয়া রবিবার দিবাগত রাত ২.৩০ঘটিকায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সোমবার(১৪এপ্রিল) পাথারিয়া গ্রামের জানাজার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্টিত হয়। ৩৮ বছর বয়সে মৃত্যুকালে তিনি স্ত্রী,২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের জানাজায় ইমামতি করেন আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম খান।জানাজায় তার পরিবারের সদস্য, আত্বীয়স্বজন,নিজ গ্রাম ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।পরে মেইন রোড সংলগ্ন পাথারিয়া মহল্লার পশ্চিমের কবর স্থানে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।