ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo শাল্লায় অফিসেই আত্মহত্যা করলেন অফিস সহকারী Logo সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর বৃক্ষ উৎসব সম্পন্ন Logo সুনামগঞ্জ জেলায় নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপারের যোগদান Logo দিরাই ডেভেলাপমেন্ট অর্গেনাইজেশন ইউকের উদ্দ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগীতা সম্পন্ন Logo নবনিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের ব্যবহারিক প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন Logo বিশ্বম্ভরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২ Logo পাথারিয়া ইউপি ৩ নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন মোঃফয়জুল হক Logo সোহম আমাদের জাগরণের পথ দেখিয়েছে – ইউএনও সনজিব সরকার Logo শান্তিগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ট্রাইবেকারে জিতে থ্রি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ফাইনালে

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৯:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

ট্রাইবেকারে পাথারিয়া সুপার স্টার কে ১-০ গোলে পরাজিত করে থ্রি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ফাইনালে উঠেছে। বুধবার বিকালে শান্তিগঞ্জ উপজেলা পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের পূর্বের মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ০-০গোলে ড্র হলে টাইব্রেকারে ফাইনালিস্ট নির্ধারিত হয়। টাইব্রেকারে থ্রি ব্রাদারস হয়ে গোল করেন নাইজেরিয়ান খেলোয়ার কাচে । ব্যর্থ হন পাথারিয়া সুপার স্টার । থ্রি ব্রাদার্সের গোলরক্ষক আহমেদ মার্জান তিনটি পেনাল্টি বাচিয়ে দিয়ে থ্রি ব্রাদার্সকে তুলে দেন ফাইনালে। সেমিফাইনালে জেতার নায়ক এ গোলরক্ষক।এক মিনিটের মধ্যে দুটি সুযোগ হাতছাড় হয় পাথারিয়া সুপার স্টারের তাছাড়া উভয় দলের খেলোয়াড়দের মধ্যেই ফাউল করার প্রবনতা ছিল লক্ষণীয়। যে কারণে রেফারিকে বার বার বাশি বাজাতে হয়। খেলা হয়ে যায় ছন্দহীন। ৪০ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া হয় থ্রি ব্রাদার্স এর পাথারিয়া সুপার স্টারের কর্নার কিকে নাইজেরিয়ান খেলোয়াড় মেহেদি হাসান হেড করলে সেটি গোলরক্ষক আহমেদ মার্জান কোন রকমে হাত লাগিয়ে বাচিয়ে দেন।দ্বিতীয়ার্ধের খেলাও চলতে থাকে প্রথমার্ধের মতোই। পাথারিয়া সুপার স্টার কিছুটা প্রাধান্য থাকলেও ফাউল করার ধারা বজায় রাখে উভয় দলই।৮০ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করে থ্রি ব্রাদার্স । পাথারিয়া সুপার স্টার খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে কাউন্টার অ্যাটাকে যায় থ্রি ব্রাদারস এর নাইজেরিয়ান খেলোয়াড় কাচে। গোলরক্ষক পেনাল্টি বক্সের বাইরে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন। গোলরক্ষক বিহীন পোস্টে শট নেন পাথারিয়া সুপার স্টার কিন্তু থ্রি ব্রাদার্স ডিফেন্ডার বাচিয়ে দেন। ফিরতি বল মারেন বাইরে। শেষ কয়েক মিনিট থ্রি ব্রাদার্স আপ্রাণ চেষ্টা করেও কোন গোল করতে পারেনি ফলে ফল নিস্পত্তি হয় টাইব্রেকারে এবং তাতে জয়ী হয় থ্রি ব্রাদার্সের।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ট্রাইবেকারে জিতে থ্রি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ফাইনালে

আপডেট সময় ০৯:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

ট্রাইবেকারে পাথারিয়া সুপার স্টার কে ১-০ গোলে পরাজিত করে থ্রি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ফাইনালে উঠেছে। বুধবার বিকালে শান্তিগঞ্জ উপজেলা পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের পূর্বের মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ০-০গোলে ড্র হলে টাইব্রেকারে ফাইনালিস্ট নির্ধারিত হয়। টাইব্রেকারে থ্রি ব্রাদারস হয়ে গোল করেন নাইজেরিয়ান খেলোয়ার কাচে । ব্যর্থ হন পাথারিয়া সুপার স্টার । থ্রি ব্রাদার্সের গোলরক্ষক আহমেদ মার্জান তিনটি পেনাল্টি বাচিয়ে দিয়ে থ্রি ব্রাদার্সকে তুলে দেন ফাইনালে। সেমিফাইনালে জেতার নায়ক এ গোলরক্ষক।এক মিনিটের মধ্যে দুটি সুযোগ হাতছাড় হয় পাথারিয়া সুপার স্টারের তাছাড়া উভয় দলের খেলোয়াড়দের মধ্যেই ফাউল করার প্রবনতা ছিল লক্ষণীয়। যে কারণে রেফারিকে বার বার বাশি বাজাতে হয়। খেলা হয়ে যায় ছন্দহীন। ৪০ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া হয় থ্রি ব্রাদার্স এর পাথারিয়া সুপার স্টারের কর্নার কিকে নাইজেরিয়ান খেলোয়াড় মেহেদি হাসান হেড করলে সেটি গোলরক্ষক আহমেদ মার্জান কোন রকমে হাত লাগিয়ে বাচিয়ে দেন।দ্বিতীয়ার্ধের খেলাও চলতে থাকে প্রথমার্ধের মতোই। পাথারিয়া সুপার স্টার কিছুটা প্রাধান্য থাকলেও ফাউল করার ধারা বজায় রাখে উভয় দলই।৮০ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করে থ্রি ব্রাদার্স । পাথারিয়া সুপার স্টার খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে কাউন্টার অ্যাটাকে যায় থ্রি ব্রাদারস এর নাইজেরিয়ান খেলোয়াড় কাচে। গোলরক্ষক পেনাল্টি বক্সের বাইরে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন। গোলরক্ষক বিহীন পোস্টে শট নেন পাথারিয়া সুপার স্টার কিন্তু থ্রি ব্রাদার্স ডিফেন্ডার বাচিয়ে দেন। ফিরতি বল মারেন বাইরে। শেষ কয়েক মিনিট থ্রি ব্রাদার্স আপ্রাণ চেষ্টা করেও কোন গোল করতে পারেনি ফলে ফল নিস্পত্তি হয় টাইব্রেকারে এবং তাতে জয়ী হয় থ্রি ব্রাদার্সের।