স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবীতে সড়কে বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ আনোয়ারা মুজাহিদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এসময় গতকাল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ জানান তারা।
সোমবার(২৮ এপ্রিল) দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এসময় আলফাত স্কয়ারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এইচএসসি পাশের পর পরীক্ষায় অংশগ্রহণ করে ভর্তি হয়ে ৩ বছর পড়াশুনা করতে হয়। পড়াশোনা শেষে ৬ মাস ইন্টারশীপ শেষ করে আবারও নার্সিং পরীক্ষায় পাশ করতে হয়। এতো পড়াশোনা করে যে সনদ পাই সেটি এইচএসসির সমমান।
এই বৈষম্যের নিরসন চায় নার্সিং শিক্ষার্থীরা।এছাড়াও গতকাল নার্সিং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।