ঢাকা , শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সুবিপ্রবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৬:২৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • ৫০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) দ্বিতীয় ধাপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ‘বি’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার(২ মে) সকাল ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিটে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস ও আব্দুল মজিদ কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯ শত ২২ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৮শত ১৬ জন। অনুপস্থিত ১০৬ জন। উপস্থিতির হার ৮৮.৫ শতাংশ। 
এসময় পরীক্ষার হল পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হারুন অর রশিদ ও  প্রক্টর ড. শেখ আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
উল্লেখ্য, আগামী  ৯ মে ৩য় ধাপে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট, শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘এ’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ এতে ২ হাজার ৮ শত ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে৷

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

সুবিপ্রবিতে গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন

আপডেট সময় ০৬:২৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) দ্বিতীয় ধাপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ‘বি’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার(২ মে) সকাল ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিটে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাস ও আব্দুল মজিদ কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯ শত ২২ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৮শত ১৬ জন। অনুপস্থিত ১০৬ জন। উপস্থিতির হার ৮৮.৫ শতাংশ। 
এসময় পরীক্ষার হল পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. হারুন অর রশিদ ও  প্রক্টর ড. শেখ আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
উল্লেখ্য, আগামী  ৯ মে ৩য় ধাপে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট, শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘এ’ ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ এতে ২ হাজার ৮ শত ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে৷