ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শাল্লায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দিরাই শাল্লার সম্পৃতি রক্ষায় পাবেল চৌধুরীর আহ্বান Logo শান্তিগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo টাঙ্গুয়ার হাওরে গড়ে উঠছে পর্যটক সেবা কেন্দ্র: জানালেন অতিরিক্ত ডিআইজি (নৌ পুলিশ) Logo শান্তিগঞ্জে জব্বার ডাকাত গ্রেফতার Logo সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত পংকজসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৩৫০ ইয়াবা Logo শান্তিগঞ্জে বৃদ্ধের মানহানি করায় পুলিশ সদস্য আল আমিনের শাস্তির দাবীতে মানববন্ধন Logo শান্তিগঞ্জে জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার Logo দোয়ারাবাজারে একাধিক মামলার আসামী ভূমি খেকু আওয়ামী লীগ নেতা আনু গ্রেপ্তার Logo শান্তিগঞ্জে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার Logo শান্তিগঞ্জে মালিকানাধীন জায়গায় ঘর নির্মাণে বাঁধা, থানায় অভিযোগ দায়ের

টাঙ্গুয়ার হাওরে গড়ে উঠছে পর্যটক সেবা কেন্দ্র: জানালেন অতিরিক্ত ডিআইজি (নৌ পুলিশ)

  • মান্নার মিয়া
  • আপডেট সময় ০৪:৪২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৫০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

“পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত। হাওরে নিয়মিত টহল জোরদার, জরুরি সেবা চালু রাখা, তথ্যকেন্দ্র স্থাপন এবং স্থানীয় গাইডদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন।
তিনি বলেন,প্রতি বছর বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশের হাজারো পর্যটক এই এলাকায় ভিড় করেন। পর্যটকদের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিতে স্থানীয় প্রশাসন, টুরিস্ট পুলিশ এবং পর্যটন সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন।
তিনি আরও বলেন, ভ্রমণকারীদের নিরাপদ, সুশৃঙ্খল এবং আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে টুরিস্ট পুলিশ ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে।
বৃহস্পতিবার (২২ মে) তাহিরপুর উপজেলা পরিষদের হলরুমে টুরিস্ট পুলিশ সুনামগঞ্জ ও সিলেট জোনের আয়োজনে বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুরিস্ট পুলিশের সুনামগঞ্জ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবুল হাসেম,তাহিরপুর থানার ওসি( তদন্ত) মু আব্দুল কাদের, জনপ্রতিনিধি, স্থানীয় পর্যটন ব্যবসায়ী, গাইড, নৌযান মালিক, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা।
সভা শেষে বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওর এলাকার পর্যটন ব্যবস্থাপনায় একাধিক সুপারিশ গৃহীত হয়। এর মধ্যে রয়েছে—একটি সমন্বয় কমিটি গঠন, নৌযানগুলোর নাম্বারিং ও নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত মনিটরিং, হাওরে প্লাস্টিক ও বর্জ্য অপসার, পর্যটকদের সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা এবং স্থানীয়দের প্রশিক্ষণ।
উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, জীববৈচিত্র্যের জন্যও অনন্য। বর্ষা মৌসুমে এই হাওর পর্যটন কেন্দ্র হিসেবে নতুন মাত্রা পায়, ফলে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করা টেকসই পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

শাল্লায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দিরাই শাল্লার সম্পৃতি রক্ষায় পাবেল চৌধুরীর আহ্বান

টাঙ্গুয়ার হাওরে গড়ে উঠছে পর্যটক সেবা কেন্দ্র: জানালেন অতিরিক্ত ডিআইজি (নৌ পুলিশ)

আপডেট সময় ০৪:৪২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)

“পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত। হাওরে নিয়মিত টহল জোরদার, জরুরি সেবা চালু রাখা, তথ্যকেন্দ্র স্থাপন এবং স্থানীয় গাইডদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন।
তিনি বলেন,প্রতি বছর বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশের হাজারো পর্যটক এই এলাকায় ভিড় করেন। পর্যটকদের নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিতে স্থানীয় প্রশাসন, টুরিস্ট পুলিশ এবং পর্যটন সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকা প্রয়োজন।
তিনি আরও বলেন, ভ্রমণকারীদের নিরাপদ, সুশৃঙ্খল এবং আনন্দদায়ক অভিজ্ঞতা দিতে টুরিস্ট পুলিশ ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে।
বৃহস্পতিবার (২২ মে) তাহিরপুর উপজেলা পরিষদের হলরুমে টুরিস্ট পুলিশ সুনামগঞ্জ ও সিলেট জোনের আয়োজনে বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুরিস্ট পুলিশের সুনামগঞ্জ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবুল হাসেম,তাহিরপুর থানার ওসি( তদন্ত) মু আব্দুল কাদের, জনপ্রতিনিধি, স্থানীয় পর্যটন ব্যবসায়ী, গাইড, নৌযান মালিক, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা।
সভা শেষে বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওর এলাকার পর্যটন ব্যবস্থাপনায় একাধিক সুপারিশ গৃহীত হয়। এর মধ্যে রয়েছে—একটি সমন্বয় কমিটি গঠন, নৌযানগুলোর নাম্বারিং ও নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত মনিটরিং, হাওরে প্লাস্টিক ও বর্জ্য অপসার, পর্যটকদের সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা এবং স্থানীয়দের প্রশিক্ষণ।
উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, জীববৈচিত্র্যের জন্যও অনন্য। বর্ষা মৌসুমে এই হাওর পর্যটন কেন্দ্র হিসেবে নতুন মাত্রা পায়, ফলে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করা টেকসই পর্যটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।