স্টাফ রিপোর্টার:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ পৌর শহরে অটোরিকশা ও ইজিবাইকের যৌক্তিক ভাড়া নির্ধারণ ও নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় কবি সুখেন্দু সেন’র সভাপতিত্বে ও সাংবাদিক কর্ণবাবু দাসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সালেহীন চৌধুরী শুভ, পরিবেশ রক্ষা আন্দোলন’র সেক্রেটারি ফজলুল করিম সাঈদ, কালবেলা ‘র জেলা প্রতিনিধি একে কুদরত পাশা, আমার সুনামগঞ্জ সম্পাদক মোঃ সুহেল আলম, জেলা জিসাস’র আহ্বায়ক মশিউর রহমান রাসেল, গণ অধিকার পরিষদের সেক্রেটারি আব্দুল বারী, আমিনুল হক, এস এম মিজানুর রহমান, তৃষ্ণা আক্তার রোশনা প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা শহরের সকল সুবিধাভোগীদের সাথে কথা বলে যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য পৌরপ্রশাসকের প্রতি আহ্বান জানান।