মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর বাজারে দ্বিতীয় দফায় লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে দখলকৃত দুটি ঘর উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত ঘরগুলোর মধ্যে একটি ছিল স্থানীয় বাসিন্দা আছিলা খানমের টিনশেড ঘর এবং অপরটি যুবলীগ নেতা মো. নয়ন মোড়লের বরফ মিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় ও আইনশৃঙ্খলা বাহিনীর এস আই বিকাশ রায় সহ পুলিশ সদস্যদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন জানায়, দখলদারদের বারবার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও প্রতিক্রিয়া না পাওয়ায় জেলা প্রশাসনের অনুমোদন নিয়ে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “দখলমুক্ত করা স্থানগুলো সরকারি খাসজমি, যা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা
,
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










মধ্যনগর বাজারে লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অবৈধ ঘর উচ্ছেদ অভিযান
-
আশরাফ উদ্দিন হিল্লোল
- আপডেট সময় ১০:১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- ৫২৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ