স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দিরাই-শাল্লা সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শিশির মনিরের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত হলো এক বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা।
এ আয়োজনকে কেন্দ্র করে শ্যামারচর বাজারের মরা সুরমা নদী তীরে শুক্রবার (৮ আগস্ট) দুপুর ২টায় নেমেছিলো উৎসবের রঙিন আমেজ।
শুধু সুনামগঞ্জ নয়, হবিগঞ্জ, নেত্রকোনা, আজমিরীগঞ্জ ও খালিয়াজুড়ি থেকেও লক্ষাধিক দর্শক ছুটে আসেন এই নৌকা বাইচ উপভোগ করতে। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ—সব বয়সের মানুষই আত্মীয়-স্বজন নিয়ে নদীর পাড়ে আনন্দে মেতে ওঠেন। স্থানীয়দের মতে, এ আয়োজন শুধু বিনোদন নয়; এটি এলাকার পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার পাশাপাশি মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করেছে।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শিশির মনির বলেন—
“স্থানীয়দের বিনোদন দেওয়ার পাশাপাশি যুব সমাজকে মাদকাসক্তি ও অবক্ষয় থেকে দূরে রাখার উদ্দেশ্যেই এ আয়োজন। এমন আয়োজন নিয়মিত হলে তরুণরা ভুল পথে পা বাড়াবে না। এ বছরই আমরা ছায়ার হাওর ও কালনী নদীতে আরও নৌকা বাইচ আয়োজন করবো। এছাড়া লাঠিখেলা ও হাডুডুসহ নানা গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হবে।”
তিনি আরও বলেন—
“আমাদের সমাজ হোক সৌন্দর্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের সমাজ। মতের ভিন্নতা থাকবে, কিন্তু হানাহানি থাকবে না। রাজনীতিবিদদের কাছ থেকে তরুণরা ইতিবাচক বার্তা শুনতে চায়। তবেই সমাজে সত্যিকারের পরিবর্তন আসবে।”
গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেন—
“গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সাংবাদিকতা। সাংবাদিকদের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। যা ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। আমি ঢাকায় গিয়ে ভিকটিমের পরিবারের খোঁজ নেব এবং সর্বোচ্চ সহযোগিতা করবো।”
নৌকা বাইচ দেখতে আসা শাল্লার মনুয়া গ্রামের এক তরুণ বলেন—
“এমন ঝাঁকজমক আয়োজনে আমরা আনন্দিত ও গর্বিত। শিশির মনিরকে ধন্যবাদ, যিনি আমাদের এলাকায় হারানো ঐতিহ্য ফিরিয়ে এনেছেন। প্রতিবছর এমন আয়োজন হলে এলাকায় উৎসবের আমেজ থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন—
৪নং চরনাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতুষ রায়, ১নং আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান, ৩নং বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, শাল্লা উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবুল খায়ের, দিরাই উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল কদ্দুস, সেক্রেটারি মোঃ আল আমীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঢাকা
,
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










“দিরাই-শাল্লায় শিশির মনিরের নৌকা বাইচে উৎসবের ঢেউ, লক্ষ মানুষের মিলনমেলা”
-
মান্নার মিয়া
- আপডেট সময় ০৮:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- ৫০৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ