স্টাফ রিপোর্টার:
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শান্তিগঞ্জ উপজেলা শাখা।
বুধবার (১৩আগস্ট ) সকাল ১০ঘটিকায় শান্তিগঞ্জের আব্দুল মজিদ ডিগ্রী কলেজ এর হল কক্ষে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফিজ ইউসুফ ইসলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন, উপজেলা জামায়াতের আমির হাফেজ আবু খালেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আফসার আহমাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন
মোঃ সুন্নত আলী, সাবেক উপজেলা সভাপতি
মোঃ সাইফ আহমদ, সভাপতি সুনামগঞ্জ স্কুল বিভাগ
নুর নবী, সেক্রেটারি, শান্তিগঞ্জ উপজেলা শাখা
এবং উপজেলা শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা স্মারক তুলে দেন এবং ভবিষ্যতে জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।