সুনামগঞ্জের দিরাইয়ে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ (৭ জানুয়ারী) শনিবার সন্ধ্যা সাত ঘটিকার দিকে দিরাই মদনপুর সড়কের দিরাই পৌর এলাকার ফিমেল একাডেমি সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের এলাইছ মিয়ার ছেলে তানজিদ (৩৩), বদলপুর গ্রামের আইয়ুব উল্লা’র ছেলে তামিম (১৬), দিরাই পৌর শহরের চন্ডিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিহান (৩০),পৌর শহরের নরোত্তমপুর গ্রামের আব্দুল তোয়াহিদের ছেলে সোলেমান (২৮), শাল্লার প্রতাপপুর গ্রামের সতেন্দ্র দাসের ছেলে স্বপন দাস (২৮) ও শান্তিগঞ্জ উপজেলার জীবধারা গ্রামের এখলাছ মিয়ার ছেলে এমদাদুল হক (৪০)।
গুরুতর আহত সিএনজি চালক তানজিদ ও সিএনজির যাত্রী এমদাদুল হক ও মোটরসাইকেল চালক রিহানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, দিরাই বাসস্ট্যান্ড থেকে সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে সুনামগঞ্জে যাবার পথে ঘটনাস্থলে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
- দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।