সোম ও মঙ্গলবার ফকিরাপুল, ডেমরা, খিলগাঁও এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ভবন থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।সোম ও মঙ্গলবার ফকিরাপুল, ডেমরা, খিলগাঁও এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।মৃতরা হলেন- মো: হাসান শাহিন (৫০), জাহিদ (১৮) । নিহত আরেক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল বলেন , সোমবার রাতে ফকিরাপুলের একটি হোটেলের ২০ তলা থেকে লাফ দিলে ১১ তলার বেলকুনিতে যেয়ে পড়েন হাসান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। সে আত্নহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, সোমবার মধ্যরাতে বামৈল এলাকার বালুর মাঠ সংলগ্ন নির্মীয়মাণ নয় তলা ভবনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। তার মাথা থেঁতলান ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই)রুহুল আমিন বলেন , মঙ্গলবার বিকেলে খিলগাঁও পল্লীমা সংসদের পাশে সাত তলা ভবন থেকে পড়ে জাহিদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা
,
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::










রাজধানীতে পৃথক দুর্ঘটনায় ভবন থেকে পড়ে তিনজনের মৃত্যু
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৯:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- ৬৬৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ