১৭তম শিক্ষক নিবন্ধন ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন ও কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ।বুধবার রাতে বেসরকারি এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রকাশিত ফল অনুযায়ী, এবার মোট উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন ও কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ।গত ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
http://ntrca.teletalk.com.bd/result/– এই ঠিকানায় প্রবেশ করে পরীক্ষার দেখা যাবে। প্রার্থীদের এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেয়া হবে।