সোমবার রাতে লেগুনার সঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোটরসাইকেলের ঘষা লাগাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় .ঢাকার সাভারে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম। অপরদিকে দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যবসায়ীদের চাওয়া বিষয়টির সুষ্ঠু সমাধান।মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ঘটনাস্থল আশুলিয়ার চারাবাগ ও খাগান এলাকায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে অনেকটা থমথমে পরিস্থিতি দেখা গেছে। তবে এসব স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে দেখো মেলেনি কোনো শিক্ষার্থীর। আবার সংঘর্ষস্থল চারাবাগ এলাকাতেও অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। যারা দোকান খুলেছেন, তারাও ফের হামলার আশংকা করছেন।চারাবাগ এলাকার কনফেকশনারি ব্যবসায়ী জোবায়ের আহমেদ ঢাকা ট্রিবিউনকে বলেন, “এখানকার অধিকাংশ দোকান বন্ধ আছে। সোমবার আমাদের দোকানে ভাঙচুর করা হয়েছে। আর এই আতঙ্কেই আজ অনেকে দোকান বন্ধ রাখছেন। আমরা খুলছি, তারপরও আতঙ্কে আছি। আবার কোন সময় মারামারি শুরু হয়, দোকানে ভাঙচুর চালায়। তাই আমরা ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।”মিষ্টি দোকানী সবুর মিয়া বলেন, “সোমবার যখন মারামারি শুরু হয় তখন আমি সাটার বন্ধ করে দোকানের ভেতরেই ছিলাম। হঠাৎ অনেক ছাত্র একসঙ্গে এসে আমাদের দোকানে ভাঙচুর চালায়। এর আগে ছাত্রদের সঙ্গে লেগুনার লোকজনের ঝামেলা হইছে শুনছি। এখন আমরা সবাই আতঙ্কে আছি, আবার যদি মারামারি হয় এমন শঙ্কায়।”স্থানীয় বাসিন্দা একেএম রহমতুল্লাহ বলেন, “এ ধরণের ঘটনা আমরা প্রত্যাশা করি না। এটা অনাকাঙ্ক্ষিত। এই এলাকায় বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এখানে অনেক ভালো ঘরের সন্তানেরা পড়াশুনা করেন। আমরা তাদের কাছে আরও একটু সংযত আচরণ আশা করেছিলাম। তবে লেগুনার চালক ও যারা পরিচালনা করেন। তারাও অনেক বেপরোয়া আচরণ করেন। তবে আমরা চাই যে, আইনশৃঙ্খলা বাহিনী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা বসে বিষয়টা মিনিমাইজ করুক।”স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে লেগুনার সঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোটরসাইকেলের ঘষা লাগাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়।তবে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়েও কোনো শিক্ষার্থীর দেখা মেলেনি। তবে মঙ্গলবার সকল থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক ও অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, “রাস্তায় চলতে গিয়ে আমাদের এক শিক্ষার্থীর মোটরসাইকেলের সঙ্গে লেগুনার আঘাত লাগে। আমাদের ওই ছাত্র পড়ে গিয়ে আহত হয়। তখন সে বিচার চেয়েছে বা হইচই করেছে। তখন আমাদের ছাত্র আশপাশের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবাই মিলে যখন প্রতিবাদ চেয়েছে। তখন আরও উল্টা তারা লাঞ্ছিত হয়েছে। ফলে বিষয়টা ছাত্রদের ইমোশনে আঘাত লেগেছে। মূলত ঘটনাটা এরই বহিঃপ্রকাশ। আমাদের ১০-১২ জন ছাত্র আহত হয়ে এনাম মেডিকেলে চিকিৎসাধীন। দুইজনের অবস্থা গুরুতর বলে জানতে পেরেছি।”তিনি আরও বলেন, “আজ পরীক্ষাসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত করা আছে। কারণ এত বড় একটা ঘটনা ঘটেছে। যাতে এটা আর অন্য কোনোদিকে না যায়। আমাদের পক্ষ থেকে হলে গিয়ে ছাত্রদের বলা হয়েছে যে, যাই ঘটে থাকুক, আমরা সবার সহযোগিতা নিয়ে বিচার করব। আশা করা যায়, এটা সমাধান হয়ে যাবে।”সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, “ওই এলাকায় নিরাপত্তার জন্য আজও পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনও আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি।”
ঢাকা
,
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জের দিরাইয়ের রফিনগর গ্রামের সাজ্জাতুলের বাড়িঘরে হামলা,ভাংচুর লুটপাঠসহ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ভাংচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত -নিহতদের স্মরণে দোয়ারাবাজারে স্মরণ সভা অনুষ্ঠিত
অন্তবর্তীকালীন সরকার পতনের ষড়যন্ত্র গোপন বৈঠকে থাকা ছাত্রলীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার জেলা ছাত্রলীগের সহ সভাপতি
শান্তিগঞ্জে বিনামূল্যে গরু বিতরণের লক্ষ্যে অবহিতকরণ সভা ও প্রশিক্ষণ
দোয়ারাবাজারে সরকারি গাছ কর্তন।। জব্দ করলো প্রশাসন
শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাহিরপুরে’স্মরণ সভা’
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে শান্তিগঞ্জে ‘স্মরণ সভা’
চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ বাম্পার ফলনে শান্তিগঞ্জের কৃষকের মুখে হাসি
জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅদ্ভুত্থানে আহত ও শহীদদের স্মরণে ছাতকে স্মরণ সভা
সংঘর্ষের পর ড্যাফোডিলের আশুলিয়া ক্যাম্পাস বন্ধ
- জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৬:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- ৬৩৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ