ঢাকা , বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শান্তিগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo শান্তিগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়  Logo সুনামগঞ্জের জিল্লুর রহমান সহ ছয় অতিরিক্ত সচিবকে ওএসডি Logo দিরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোন অনিয়ম দালালির সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে Logo ল্যাব সংস্কারের টাকা আত্মসা শাল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তুলে শিক্ষার্থীদের বিক্ষোব! Logo শান্তিগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo অনৈতিক প্রস্তাবে রাজি নয়, বিধবা কার্ড বাতিলের অভিযোগ Logo বিশ্বম্ভরপুর উপজেলায় সীমান্তিকের উদ্যাগে বিশ্ব গর্ভনিরোধ দিবস উদযাপন Logo সিলেটে পাথরবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঔষধ কোম্পানীর এরিয়া ম্যানেজার নিহত Logo পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃআলী নেওয়াজের ইন্তেকাল

সংঘর্ষের পর ড্যাফোডিলের আশুলিয়া ক্যাম্পাস বন্ধ

সোমবার রাতে লেগুনার সঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোটরসাইকেলের ঘষা লাগাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় .ঢাকার সাভারে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম। অপরদিকে দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যবসায়ীদের চাওয়া বিষয়টির সুষ্ঠু সমাধান।মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ঘটনাস্থল আশুলিয়ার চারাবাগ ও খাগান এলাকায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে অনেকটা থমথমে পরিস্থিতি দেখা গেছে। তবে এসব স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে দেখো মেলেনি কোনো শিক্ষার্থীর। আবার সংঘর্ষস্থল চারাবাগ এলাকাতেও অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। যারা দোকান খুলেছেন, তারাও ফের হামলার আশংকা করছেন।চারাবাগ এলাকার কনফেকশনারি ব্যবসায়ী জোবায়ের আহমেদ ঢাকা ট্রিবিউনকে বলেন, “এখানকার অধিকাংশ দোকান বন্ধ আছে। সোমবার আমাদের দোকানে ভাঙচুর করা হয়েছে। আর এই আতঙ্কেই আজ অনেকে দোকান বন্ধ রাখছেন। আমরা খুলছি, তারপরও আতঙ্কে আছি। আবার কোন সময় মারামারি শুরু হয়, দোকানে ভাঙচুর চালায়। তাই আমরা ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।”মিষ্টি দোকানী সবুর মিয়া বলেন, “সোমবার যখন মারামারি শুরু হয় তখন আমি সাটার বন্ধ করে দোকানের ভেতরেই ছিলাম। হঠাৎ অনেক ছাত্র একসঙ্গে এসে আমাদের দোকানে ভাঙচুর চালায়। এর আগে ছাত্রদের সঙ্গে লেগুনার লোকজনের ঝামেলা হইছে শুনছি। এখন আমরা সবাই আতঙ্কে আছি, আবার যদি মারামারি হয় এমন শঙ্কায়।”স্থানীয় বাসিন্দা একেএম রহমতুল্লাহ বলেন, “এ ধরণের ঘটনা আমরা প্রত্যাশা করি না। এটা অনাকাঙ্ক্ষিত। এই এলাকায় বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এখানে অনেক ভালো ঘরের সন্তানেরা পড়াশুনা করেন। আমরা তাদের কাছে আরও একটু সংযত আচরণ আশা করেছিলাম। তবে লেগুনার চালক ও যারা পরিচালনা করেন। তারাও অনেক বেপরোয়া আচরণ করেন। তবে আমরা চাই যে, আইনশৃঙ্খলা বাহিনী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা বসে বিষয়টা মিনিমাইজ করুক।”স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে লেগুনার সঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোটরসাইকেলের ঘষা লাগাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়।তবে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়েও কোনো শিক্ষার্থীর দেখা মেলেনি। তবে মঙ্গলবার সকল থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক ও অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, “রাস্তায় চলতে গিয়ে আমাদের এক শিক্ষার্থীর মোটরসাইকেলের সঙ্গে লেগুনার আঘাত লাগে। আমাদের ওই ছাত্র পড়ে গিয়ে আহত হয়। তখন সে বিচার চেয়েছে বা হইচই করেছে। তখন আমাদের ছাত্র আশপাশের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবাই মিলে যখন প্রতিবাদ চেয়েছে। তখন আরও উল্টা তারা লাঞ্ছিত হয়েছে। ফলে বিষয়টা ছাত্রদের ইমোশনে আঘাত লেগেছে। মূলত ঘটনাটা এরই বহিঃপ্রকাশ। আমাদের ১০-১২ জন ছাত্র আহত হয়ে এনাম মেডিকেলে চিকিৎসাধীন। দুইজনের অবস্থা গুরুতর বলে জানতে পেরেছি।”তিনি আরও বলেন, “আজ পরীক্ষাসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত করা আছে। কারণ এত বড় একটা ঘটনা ঘটেছে। যাতে এটা আর অন্য কোনোদিকে না যায়। আমাদের পক্ষ থেকে হলে গিয়ে ছাত্রদের বলা হয়েছে যে, যাই ঘটে থাকুক, আমরা সবার সহযোগিতা নিয়ে বিচার করব। আশা করা যায়, এটা সমাধান হয়ে যাবে।”সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, “ওই এলাকায় নিরাপত্তার জন্য আজও পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনও আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি।”

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

শান্তিগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সংঘর্ষের পর ড্যাফোডিলের আশুলিয়া ক্যাম্পাস বন্ধ

আপডেট সময় ০৬:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

সোমবার রাতে লেগুনার সঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোটরসাইকেলের ঘষা লাগাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় .ঢাকার সাভারে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম। অপরদিকে দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যবসায়ীদের চাওয়া বিষয়টির সুষ্ঠু সমাধান।মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ঘটনাস্থল আশুলিয়ার চারাবাগ ও খাগান এলাকায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে অনেকটা থমথমে পরিস্থিতি দেখা গেছে। তবে এসব স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে দেখো মেলেনি কোনো শিক্ষার্থীর। আবার সংঘর্ষস্থল চারাবাগ এলাকাতেও অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। যারা দোকান খুলেছেন, তারাও ফের হামলার আশংকা করছেন।চারাবাগ এলাকার কনফেকশনারি ব্যবসায়ী জোবায়ের আহমেদ ঢাকা ট্রিবিউনকে বলেন, “এখানকার অধিকাংশ দোকান বন্ধ আছে। সোমবার আমাদের দোকানে ভাঙচুর করা হয়েছে। আর এই আতঙ্কেই আজ অনেকে দোকান বন্ধ রাখছেন। আমরা খুলছি, তারপরও আতঙ্কে আছি। আবার কোন সময় মারামারি শুরু হয়, দোকানে ভাঙচুর চালায়। তাই আমরা ব্যবসায়ীরা পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।”মিষ্টি দোকানী সবুর মিয়া বলেন, “সোমবার যখন মারামারি শুরু হয় তখন আমি সাটার বন্ধ করে দোকানের ভেতরেই ছিলাম। হঠাৎ অনেক ছাত্র একসঙ্গে এসে আমাদের দোকানে ভাঙচুর চালায়। এর আগে ছাত্রদের সঙ্গে লেগুনার লোকজনের ঝামেলা হইছে শুনছি। এখন আমরা সবাই আতঙ্কে আছি, আবার যদি মারামারি হয় এমন শঙ্কায়।”স্থানীয় বাসিন্দা একেএম রহমতুল্লাহ বলেন, “এ ধরণের ঘটনা আমরা প্রত্যাশা করি না। এটা অনাকাঙ্ক্ষিত। এই এলাকায় বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এখানে অনেক ভালো ঘরের সন্তানেরা পড়াশুনা করেন। আমরা তাদের কাছে আরও একটু সংযত আচরণ আশা করেছিলাম। তবে লেগুনার চালক ও যারা পরিচালনা করেন। তারাও অনেক বেপরোয়া আচরণ করেন। তবে আমরা চাই যে, আইনশৃঙ্খলা বাহিনী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা বসে বিষয়টা মিনিমাইজ করুক।”স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে লেগুনার সঙ্গে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোটরসাইকেলের ঘষা লাগাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়।তবে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়েও কোনো শিক্ষার্থীর দেখা মেলেনি। তবে মঙ্গলবার সকল থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক ও অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, “রাস্তায় চলতে গিয়ে আমাদের এক শিক্ষার্থীর মোটরসাইকেলের সঙ্গে লেগুনার আঘাত লাগে। আমাদের ওই ছাত্র পড়ে গিয়ে আহত হয়। তখন সে বিচার চেয়েছে বা হইচই করেছে। তখন আমাদের ছাত্র আশপাশের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবাই মিলে যখন প্রতিবাদ চেয়েছে। তখন আরও উল্টা তারা লাঞ্ছিত হয়েছে। ফলে বিষয়টা ছাত্রদের ইমোশনে আঘাত লেগেছে। মূলত ঘটনাটা এরই বহিঃপ্রকাশ। আমাদের ১০-১২ জন ছাত্র আহত হয়ে এনাম মেডিকেলে চিকিৎসাধীন। দুইজনের অবস্থা গুরুতর বলে জানতে পেরেছি।”তিনি আরও বলেন, “আজ পরীক্ষাসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত করা আছে। কারণ এত বড় একটা ঘটনা ঘটেছে। যাতে এটা আর অন্য কোনোদিকে না যায়। আমাদের পক্ষ থেকে হলে গিয়ে ছাত্রদের বলা হয়েছে যে, যাই ঘটে থাকুক, আমরা সবার সহযোগিতা নিয়ে বিচার করব। আশা করা যায়, এটা সমাধান হয়ে যাবে।”সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, “ওই এলাকায় নিরাপত্তার জন্য আজও পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনও আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি।”