রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় মেথর পট্টিতে আগুনের ঘটনায় কান্তা রানী (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় তিন জনের মৃত্যু হলো। শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন এস, এম আইউব হোসেন জানান, মারা যাওয়া নারী কান্তার শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছিল।এর আগে, গত ১ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে রাজু দে (৩৬) মারা যান। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। ২ এপ্রিল সকালে তার স্ত্রী শান্তি রানী দাস (২৭) মারা যান। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। তারা দুই জনই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই দুই জন কান্তা রানীর ছেলে ও ছেলের বউ।গত ২৭ মার্চ ওয়ারী জয়কালী মন্দির মেথর পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচ জনসহ সাত জন নারী-পুরুষ দগ্ধ হয়েছে ছিলেন।এ ঘটনায় অন্য দগ্ধরা হলেন– রাজু দে’র দুই ছেলে কৃষ্ণ দাস (৭) ও লক্ষণ দাস (৪)। এছাড়া প্রতিবেশী গীতা রানী দে (৬৫) ও আফজালও (৫২) দগ্ধ হন। এ দুই জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
ঢাকা
,
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










ওয়ারীতে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০১:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- ৫৬৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ