নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও দুই যাত্রী আহত হয়েছেন। রবিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মদনগঞ্জ – মদনপুর সড়কের মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুলহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- জহিরুল ইসলাম (৪৫) ও মুকুল (৪০)। তারা দুজনে ওই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত জহিরুল ইসলাম বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার তারা মিয়ার ছেলে ও গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী। মুকুলের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি মদনপুরের ইপিলিয়ন গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বন্দরের লক্ষণখোলা বাসস্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে অটোরিকশা মদনপুর যাচ্ছিল। মদনপুর-মদনগঞ্জ সড়কের ফুলহর এলাকায় অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী জহিরুল ও মুকুল ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় চালকসহ এক যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে জানিান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এই দুর্ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা
,
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










নারায়ণগঞ্জে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ২
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০১:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- ৬৪৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ