ফেনীর ছাগলনাইয়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে হামলা ও ভাঙচুর করেছে স্থানীয় গ্রাহকেরা। রবিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ছাগলনাইয়া পৌর এলাকায় পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে এই ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ফেনীর ছাগলাইয়াতে অতিরিক্ত লোডশেডিং হওয়ায় বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেন গ্রাহকেরা। রাতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষিপ্ত লোকজন প্রথমে পৌর শহরের প্রধান সড়কে প্রদক্ষিণকালে মিছিলটি অভিযোগ কেন্দ্রের সামনে গেলে সেখানে বিক্ষুব্ধরা কেন্দ্রের মূল গেট ভেঙে ফেলে এবং ভেতরে প্রবেশ করে আসবাবপত্র, ইলেকট্রিসিটির লাইন, এসিসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে। ভাঙচুরের ঘটনার খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষিপ্ত লোকজন পালিয়ে যায়।ছাগলনাইয়া থানার ওসি স্বদ্বীপ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিক কাউকে আটক করা সম্ভব হয়নি। ছাগলনাইয়া পল্লী বিদ্যুতের জিএম লিখিত অভিযোগ করলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা
,
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










লোডশেডিংয়ের প্রতিবাদে ফেনীতে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১১:০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- ৫৭০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ