পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে কয়েকদিন পরই নাড়ির টানে বাড়ির পানে ছুটবে মানুষ। তাদের ঈদযাত্রা স্বাভাবিক করতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এসব উদ্যোগ নেওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির। তবে এশিয়ান হাইওয়ে অপ্রশস্ত ও চার লেনের উন্নীতকরণ কাজ চলায় যানজট হবে। সেইসঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনের উন্নীতকরণ কাজের জন্য ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) দিয়ে প্রতিদিন লাখ লাখ যাত্রী যাতায়াত করেন। পাশাপাশি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়েও হাজার হাজার মানুষজন যাতায়াত করেন।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানজটের স্থান হিসেবে শিমরাইল, মদনপুর, মোগরাপাড়া এবং মেঘনা টোলপ্লাজাকে চিহ্নিত করেছে পুলিশ। সেইসঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর, তারাব বিশ্বরোড, রূপসী মোড়, বরপা ও ভুলতা মোড়কে চিহ্নিত করেছে তারা। এসব স্থানে যানজট নিরসন করে ঈদযাত্রা স্বস্তির করা হবে। তবে এশিয়ান হাইওয়ে অপ্রশস্ত ও চার লেনের কাজ চলায় যানজট সৃষ্টি হবে। একইভাবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত ছয় লেনের কাজ চলছে। ফলে শিবু মার্কেট, জালকুড়িসহ বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টি হবে ঈদযাত্রায়।
ঢাকা
,
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে মিলবে স্বস্তি, এশিয়ান হাইওয়েতে ভোগান্তি
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০১:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- ৫৭১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ