ঢাকা , বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo শাল্লায় একাডেমিক ভবন প্রধান শিক্ষক ও তার ভাইয়ের দখলে Logo দিরাই বালিকা বিদ্যালয়ের মিলাদ মাহফিল Logo দিরাইয়ে অহিংস দিবস পালিত Logo আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে শান্তিগঞ্জে পিএফজি’র মানববন্ধন  Logo শান্তিগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo শান্তিগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়  Logo সুনামগঞ্জের জিল্লুর রহমান সহ ছয় অতিরিক্ত সচিবকে ওএসডি Logo দিরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোন অনিয়ম দালালির সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে Logo ল্যাব সংস্কারের টাকা আত্মসা শাল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তুলে শিক্ষার্থীদের বিক্ষোব! Logo শান্তিগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গভীর রাতে ছিনতাইয়ে জড়িত রিকশাচালকরাও!

রাজধানীতে রাতের বেলা ছিনতাইয়ের ঘটনায় রিকশাচালকদের সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দা পুলিশ। এ ধরনের ছিনতাই প্রতিরোধে রিকশাচালকদের ওপর বিশেষ নজরদারি শুরু হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।সম্প্রতি ছিনতাইকারীর ছুরিকাঘাতে সুমন চন্দ্র পালের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে রিকশাচালকের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। এরপরই রাতে চলাচল করা রিকশাচালকদের ওপর বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয়। এছাড়া, একদিকে ঈদের ছুটি, অন্যদিকে সড়কে লোকজন কম। লোকজনশূন্য রাতের ঢাকায় চলাচলে ছিনতাইয়ের ঘটনা যেন না ঘটে এসব বিষয়ে মাথায় রেখেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, গত ৪ ফেব্রুয়ারি রাত ২টার দিকে গুলশানের ‘চাপ রেস্টুরেন্টে’ কাজ শেষ করে সহকর্মীর সঙ্গে বাসায় ফিরছিলেন সিনিয়র ওয়েটার সুমন চন্দ্র পাল। রাজধানীর বাড্ডা এলাকা অতিক্রম করার সময় ছিনতাইকারীর কবলে পড়ের সুমন। এসময় ছিনতাইকারীরা তার কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয় ও তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। এই ঘটনায় সুমনের স্ত্রী প্রতিমা রানী বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন।সে ঘটনার তদন্ত করতে গিয়ে গুলশান, বাড্ডা, মালিবাগসহ বিভিন্ন জায়গার তিন শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত একটি ব্যাটারিচালিত রিকশা শনাক্ত করতে সক্ষম হয় গোয়েন্দারা। পরবর্তীতে তদন্তে উঠে আসে, সেই রিকশাচালক এবং দুই আরোহী সেই ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের অবস্থান শনাক্ত করে রিকশাচালকসহ তিন জনকে গ্রেফতার করা হয়।হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী মো. আরিফ তালুকদারকে গ্রেফতার করা হয়। পরে ইমরান হোসেন ও শ্যামল রায়কে গত ১৭ এপ্রিল গ্রেফতার করা হয়। রাজধানীর বাড্ডা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, রিকশা ও ঘটনার সময় আসামিদের পরিহিত কাপড় জব্দ করা হয়।নিহতের স্ত্রী প্রতিমা রানী বাংলা ট্রিবিউনকে বলেন, হাসপাতালে ভর্তি থাকার সময় সুমন জানান ছিনতাইকারীর কবলে পড়ার পর রিকশাচালকের সহায়তা চাইলে সেই রিকশাচালক তাকে সহায়তায় এগিয়ে আসেনি। ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাত করে সেই রিকশা দিয়ে দুই ছিনতাইকারী পালিয়ে যায়। আমাদের বিয়ের ১৭ দিনের মাথায় ছিনতাইকারীর কবলে পড়েন আমার স্বামী।ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, বিভিন্ন তথ্য পর্যালোচনা করে তদন্তে উঠে আসে এই ছিনতাইয়ের ঘটনায় রিকশাচালক জড়িত। ছিনতাইয়ের উদ্দেশ্যে রিকশা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো গ্রেফতারকৃতরা। মধ্যরাতে রিকশা নিয়ে ঘোরার সময় কাউকে একা পেলে তার কাছ থেকে সর্বস্ব কেড়ে নিতো এই চক্রটি।তিনি বলেন, রিকশাচালক সেজে ছিনতাইয়ের সঙ্গে আর কারা কারা জড়িত এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করা হচ্ছে। যারা গ্রেফতার হয়েছে তারা মাদকাসক্ত। মাদকাসক্তের টাকা জোগাড় করতে রাতের বেলা রিকশা নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হতো তারা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

শাল্লায় একাডেমিক ভবন প্রধান শিক্ষক ও তার ভাইয়ের দখলে

গভীর রাতে ছিনতাইয়ে জড়িত রিকশাচালকরাও!

আপডেট সময় ১১:৫৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩

রাজধানীতে রাতের বেলা ছিনতাইয়ের ঘটনায় রিকশাচালকদের সম্পৃক্ততা পেয়েছে গোয়েন্দা পুলিশ। এ ধরনের ছিনতাই প্রতিরোধে রিকশাচালকদের ওপর বিশেষ নজরদারি শুরু হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।সম্প্রতি ছিনতাইকারীর ছুরিকাঘাতে সুমন চন্দ্র পালের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে রিকশাচালকের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। এরপরই রাতে চলাচল করা রিকশাচালকদের ওপর বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয়। এছাড়া, একদিকে ঈদের ছুটি, অন্যদিকে সড়কে লোকজন কম। লোকজনশূন্য রাতের ঢাকায় চলাচলে ছিনতাইয়ের ঘটনা যেন না ঘটে এসব বিষয়ে মাথায় রেখেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, গত ৪ ফেব্রুয়ারি রাত ২টার দিকে গুলশানের ‘চাপ রেস্টুরেন্টে’ কাজ শেষ করে সহকর্মীর সঙ্গে বাসায় ফিরছিলেন সিনিয়র ওয়েটার সুমন চন্দ্র পাল। রাজধানীর বাড্ডা এলাকা অতিক্রম করার সময় ছিনতাইকারীর কবলে পড়ের সুমন। এসময় ছিনতাইকারীরা তার কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয় ও তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। এই ঘটনায় সুমনের স্ত্রী প্রতিমা রানী বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন।সে ঘটনার তদন্ত করতে গিয়ে গুলশান, বাড্ডা, মালিবাগসহ বিভিন্ন জায়গার তিন শতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত একটি ব্যাটারিচালিত রিকশা শনাক্ত করতে সক্ষম হয় গোয়েন্দারা। পরবর্তীতে তদন্তে উঠে আসে, সেই রিকশাচালক এবং দুই আরোহী সেই ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের অবস্থান শনাক্ত করে রিকশাচালকসহ তিন জনকে গ্রেফতার করা হয়।হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী মো. আরিফ তালুকদারকে গ্রেফতার করা হয়। পরে ইমরান হোসেন ও শ্যামল রায়কে গত ১৭ এপ্রিল গ্রেফতার করা হয়। রাজধানীর বাড্ডা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, রিকশা ও ঘটনার সময় আসামিদের পরিহিত কাপড় জব্দ করা হয়।নিহতের স্ত্রী প্রতিমা রানী বাংলা ট্রিবিউনকে বলেন, হাসপাতালে ভর্তি থাকার সময় সুমন জানান ছিনতাইকারীর কবলে পড়ার পর রিকশাচালকের সহায়তা চাইলে সেই রিকশাচালক তাকে সহায়তায় এগিয়ে আসেনি। ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাত করে সেই রিকশা দিয়ে দুই ছিনতাইকারী পালিয়ে যায়। আমাদের বিয়ের ১৭ দিনের মাথায় ছিনতাইকারীর কবলে পড়েন আমার স্বামী।ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, বিভিন্ন তথ্য পর্যালোচনা করে তদন্তে উঠে আসে এই ছিনতাইয়ের ঘটনায় রিকশাচালক জড়িত। ছিনতাইয়ের উদ্দেশ্যে রিকশা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো গ্রেফতারকৃতরা। মধ্যরাতে রিকশা নিয়ে ঘোরার সময় কাউকে একা পেলে তার কাছ থেকে সর্বস্ব কেড়ে নিতো এই চক্রটি।তিনি বলেন, রিকশাচালক সেজে ছিনতাইয়ের সঙ্গে আর কারা কারা জড়িত এসব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করা হচ্ছে। যারা গ্রেফতার হয়েছে তারা মাদকাসক্ত। মাদকাসক্তের টাকা জোগাড় করতে রাতের বেলা রিকশা নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হতো তারা।