বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক কবরস্থানে ময়লা ফেলা নিয়ে বিরোধে জ্যাঠাতো ভাইদের মারধরে রবিউল ইসলাম (২১) নামে কলেজছাত্র নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামে ঈদের নামাজ আদায় শেষে কবর জিয়ারতের পর এ ঘটনা ঘটে।সন্ধ্যার দিকে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।নিহত রবিউল ইসলাম বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামের আকবর হোসেনের ছেলে। তিনি নাটোরের সিংড়া উপজেলার কালীগঞ্জ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্র।পুলিশ ও স্বজনরা জানান, রবিউল ঈদের নামাজ আদায় করে ১০টার দিকে তিনি বাবার সঙ্গে পারিবারিক গোরস্থানে দাদা-দাদির কবর জিয়ারত করতে যান। এ সময় তার (রবিউল) জ্যাঠাতো ভাই শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম তাদের বাবা কেতু সরদারের কবর জিয়ারত করতে আসেন। বাড়ি-সংলগ্ন ওই কবরস্থানে কে বা কারা ছাই ও ময়লা ফেলে। এ ঘটনায় রবিউলের মা সাবিনা খাতুন হাসিকে দায়ী করে গালিগালাজ ও মারপিটের চেষ্টা করা হয়।এ সময় রবিউল তার মাকে বাঁচাতে এগিয়ে এলে শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, মন্টু ও মোশাররফ লাঠিসোঁটা দিয়ে রবিউলকে মারধর করেন। রবিউলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার দিকে রবিউল মারা যান।নন্দীগ্রামের কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোস্তাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, কবরস্থানে ময়লা ফেলানোর মতো তুচ্ছ ঘটনায় জ্যাঠাতো ভাইদের মারপিটে রবিউল মারা গেছেন। ঘটনার পর হামলাকারী দুই ভাই পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে নন্দীগ্রাম থানায় হত্যা মামলা হয়েছে।
ঢাকা
,
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










বগুড়ায় জ্যাঠাতো ভাইদের হাতে কলেজছাত্র নিহত
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৯:৪৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
- ৫৬৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ