ঈদের ছুটিতে বিদেশের চেয়ে দেশের ঐতিহ্যবাহী স্থান ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের। এ জন্য করোনার পর এবার সুন্দরবন ঘিরে পর্যটনের দারুণ সম্ভাবনা দেখছেন পর্যটক সংশ্লিষ্টরা। একইসঙ্গে দ্বিগুণ রাজস্ব আয়ের প্রত্যাশা করছেন তারা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ডলার ও বিমানের টিকিটের দাম বাড়ায় অন্যান্য বছরের তুলনায় এবার ঈদুল ফিতরের ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনে ঘুরতে আসার আগ্রহ বেশি ভ্রমণপিপাসুদের। এরই মধ্যে লঞ্চ, বোট ও হোটেল বুকিং দিয়েছেন প্রচুর পর্যটক। আরও অনেকে এখনও বুকিং দিচ্ছেন।এদিকে, এবার প্রচুর পর্যটক ঘুরতে আসবেন এমন আশায় সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা এবং নিরাপত্তা জোরদার করেছে বন বিভাগ।সরকারি-বেসরকারি খাতের পর্যটন শিল্প-সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন বছর করোনার কারণে পর্যটন ব্যবসায় যে ক্ষতি হয়েছে, তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। এবারের ঈদের ছুটি কাজে লাগিয়ে ব্যবসা করতে চান তারা। অনেক পর্যটক এবার সুন্দরবনকে প্রাধান্য দিচ্ছেন। ফলে তাদের বরণের জন্য সব প্রস্তুতি সেরে রেখেছেন পর্যটন সংশ্লিষ্টরা।
ঢাকা
,
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










ঈদ ঘিরে সুন্দরবন থেকে দ্বিগুণ রাজস্ব আয়ের আশা
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৯:৫২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
- ৫৬৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ