গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় ক্যাপ তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রবিবার রাত ১১টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান।এর আগে রবিবার (৭মে) রাত সাড়ে ৯টার দিকে জি জে ক্যাপস অ্যান্ড হেডওয়্যার লিমিটেড নামের কারখানার সাততলা ভবনের পঞ্চম তলায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ইকবাল হাসান বলেন, রাত ১১টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, পরে তা তদন্ত করে বলতে হবে। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেনেন্স) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, ১১টা ৩৬ মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। কারখানার ভবনটির সিফটি ইক্যুইপমেন্টগুলোতে সমস্যা আছে। বিষয়টি আমরা খতিয়ে দেখবো।তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা ছিল না। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা পরে জানানো হবে।
ঢাকা
,
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










টঙ্গীর ক্যাপ কারখানার আগুন নিয়ন্ত্রণে
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৯:২৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- ৫৯৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ