খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। রবিবার (৭ মে) বিকাল পর্যন্ত কেসিসি নির্বাচনে মেয়র পদে ৭ জনসহ ১৮১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।রবিবার জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু ও স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী সৈয়দ কামরুল ইসলাম মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা আবদুল আওয়াল, আগুয়ান-৭১ মনোনীত মেয়র প্রার্থী মো. আব্দুল্লাহ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাস ও এসএম শফিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন।কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, ৭ মে বিকাল পর্যন্ত মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৪১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের প্রচার-প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।এবারের নির্বাচনে মহানগরীর ৩১টি ওয়ার্ডে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন বলে জানান তিনি।জানা গেছে, ৭ মে পর্যন্ত ৩১টি ওয়ার্ডের মধ্যে ১৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সর্বোচ্চ ১১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আর ৮ নম্বর ওয়ার্ডে এ পর্যন্ত কেউ মনোনয়ন পত্র সংগ্রহ করেননি।
ঢাকা
,
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::










কেসিসি নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী
-
জনস্বার্থে নিউজ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৯:২৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- ৬৩০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ