ঢাকা , বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে শান্তিগঞ্জে পিএফজি’র মানববন্ধন  Logo শান্তিগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo শান্তিগঞ্জে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়  Logo সুনামগঞ্জের জিল্লুর রহমান সহ ছয় অতিরিক্ত সচিবকে ওএসডি Logo দিরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোন অনিয়ম দালালির সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে Logo ল্যাব সংস্কারের টাকা আত্মসা শাল্লায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তুলে শিক্ষার্থীদের বিক্ষোব! Logo শান্তিগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo অনৈতিক প্রস্তাবে রাজি নয়, বিধবা কার্ড বাতিলের অভিযোগ Logo বিশ্বম্ভরপুর উপজেলায় সীমান্তিকের উদ্যাগে বিশ্ব গর্ভনিরোধ দিবস উদযাপন Logo সিলেটে পাথরবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ঔষধ কোম্পানীর এরিয়া ম্যানেজার নিহত

পুরান ঢাকায় কী বিক্রি হচ্ছে ‘বাঘের দুধ’ নামে?

কথায় আছে, টাকা হলে বাঘের দুধও কেনা যায়!  পুরান ঢাকার নবাবপুর (রথখোলা) এলাকায় কথিত ‘বাঘের দুধ’ বিক্রি হয় বলে শোনা যায়। সেখানে ‘শাহ বণিকের দোকানে’ কবিরাজি ও বনজ ওষুধপত্র বিক্রি হয়। মূলত বনজ ওষুধ হিসেবে বিক্রি হচ্ছে এটি। জিনিসটি আসলে কী সেব্যাপারে  কথা হয় দোকান মালিকের।শাহ বণিকের দোকানদার রানা বিলাই বলেন, ‘এটা আসলে বাঘের দুধ নয়। অনেক দুর্লভ জিনিস বলে এই নামে খ্যাত। এটা আসলে ব্যাম্বো এক্সট্র্যাক্ট বা বাঁশের নির্জাস। চায়নায় একটা স্পেশাল বাঁশ গাছ আছে যেটা চাষিরা চাষ করে। একটানা ১৮৬৭ এই বাঁশ গাছে পানি দিতে হয়। একদিনও যদি পানি দেওয়া বাদ পড়ে তাহলে এটা থেকে কোনও ফল আসবে না।’তিনি আরও দাবি করেন, ‘পাঁচ বছরের একটা ডেডিকেশনের পর এই জিনিসটা হয়। পাঁচ বছর পর সেই বাঁশ গাছটা ৯০ ফুটের মতো লম্বা হয়। তারপর সেখান থেকে পানি বের হয়। সেই পানিকে প্রক্রিয়াজাত করে এই দুধ বানানো হয়। আমরা এটা ভারত থেকে আমদানি করি। এটা এক তোলা মানে ১০ গ্রাম, সেটা ৮০ টাকায় বিক্রি করা হয়। সেই অনুযায়ী ১০০ গ্রাম ৮০০ টাকা এবং কেজি আট হাজার টাকা।’রানা বলেন, ‘আমাদের দেশে যখন এই বাঁশের দুধ আসে তখন সেটা বাঘের দুধ হয়ে যায়। এখানকার ইনোসেন্ট মানুষরা এটাকে বাঘের দুধ বলেই সম্বোধন করেন। এই বাঘের দুধ মূলত ওষুধের কাজে ব্যবহৃত হয়। এটি চোখের সুস্থতার জন্য ব্যবহার করা হয়, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, ব্রেইন ভালো রাখে, হাড়ের ক্ষয় রোধে এটি ব্যবহার করা হয়। এটাকে গুঁড়া করে এক চিমটি নিয়ে টক দই বা গরম পানির সঙ্গে মিশিয়ে খায়।’
এ বিষয়ে পুষ্টিবিদ ফারহানা ইয়াসমিন মিলি জানান, বাঁশের নির্যাস প্রকৃতির সিলিকার সবচেয়ে শক্তিশালী উৎসগুলোর মধ্যে একটি— যা চুল, ত্বক এবং নখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ। এছাড়া থায়ামিন, নিয়াসিন, ভিটামিন এ, ভিটামিন ই এবং ভিটামিন সি এর একটি ভালো উৎস। বাঁশের নির্যাস কোলাজেন তৈরি করতে, ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে, রক্ত সঞ্চালন উন্নত করতে, বলিরেখা, কালো দাগ, সুক্ষ্ম রেখা, পিগমেন্টেশন এবং কোষ মেরামতেও সাহায্য করে।’তিনি আরও বলেন, ‘বাঘের দুধ নামে বাঁশের  যে  নির্যাস বিক্রি হয়— সেটা ইতোপূর্বে আমি শুনেছি। কিন্তু এ সম্পর্কে আমার কাছে পূর্ণ তথ্য নেই। এর উৎপত্তি বা উৎপাদন সম্পর্কে জানার পর গুণাগুণ সম্পর্কে বলতে পারবো। পুরান ঢাকায় বাঘের দুধ নামে যা বিক্রি হচ্ছে, তা যদি আসলেইবাঁশের নির্যাস হয়, তাহলে এটা মানবদেহের জন্য উপকারী। কিন্তু তা যদি মানুষকে বোকা বানিয়ে অর্থ আত্মসাতের ফন্দি হয়, তাহলে হিতে বিপরীত হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামান শিকদার বলেন, ‘বাঁশের নির্যাস মানবদেহের জন্য উপকারী। তবে সেই নির্যাস নেওয়ার প্রসেস সঠিক হতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটি খনিজ, যা সাধারণত  চুল, ত্বক ও স্বাস্থ্যের জন্য উপকারী। বাঁশের নির্যাস ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে ও কোষ মেরামতের জন্য বেশ উপকারী। এতে ভিটামিন এ, ভিটামিন ই, থায়ামিন, ভিটামিন সি ইত্যাদি থাকে। তবে সেটা সব বাঁশের নির্যাসে থাকে না।’  তিনি বলেন, ‘এখন পুরান ঢাকায় যেটা বিক্রি হচ্ছে, সেটা বাঁশের নির্যাস কিনা, তা দেখে বলতে হবে— এর গুণাগুণ ঠিক আছে কিনা বা এটা মানসম্মত কিনা। না দেখে তো আর কোনও মন্তব্য করতে পারবো না।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন

আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে শান্তিগঞ্জে পিএফজি’র মানববন্ধন 

পুরান ঢাকায় কী বিক্রি হচ্ছে ‘বাঘের দুধ’ নামে?

আপডেট সময় ১২:৪৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

কথায় আছে, টাকা হলে বাঘের দুধও কেনা যায়!  পুরান ঢাকার নবাবপুর (রথখোলা) এলাকায় কথিত ‘বাঘের দুধ’ বিক্রি হয় বলে শোনা যায়। সেখানে ‘শাহ বণিকের দোকানে’ কবিরাজি ও বনজ ওষুধপত্র বিক্রি হয়। মূলত বনজ ওষুধ হিসেবে বিক্রি হচ্ছে এটি। জিনিসটি আসলে কী সেব্যাপারে  কথা হয় দোকান মালিকের।শাহ বণিকের দোকানদার রানা বিলাই বলেন, ‘এটা আসলে বাঘের দুধ নয়। অনেক দুর্লভ জিনিস বলে এই নামে খ্যাত। এটা আসলে ব্যাম্বো এক্সট্র্যাক্ট বা বাঁশের নির্জাস। চায়নায় একটা স্পেশাল বাঁশ গাছ আছে যেটা চাষিরা চাষ করে। একটানা ১৮৬৭ এই বাঁশ গাছে পানি দিতে হয়। একদিনও যদি পানি দেওয়া বাদ পড়ে তাহলে এটা থেকে কোনও ফল আসবে না।’তিনি আরও দাবি করেন, ‘পাঁচ বছরের একটা ডেডিকেশনের পর এই জিনিসটা হয়। পাঁচ বছর পর সেই বাঁশ গাছটা ৯০ ফুটের মতো লম্বা হয়। তারপর সেখান থেকে পানি বের হয়। সেই পানিকে প্রক্রিয়াজাত করে এই দুধ বানানো হয়। আমরা এটা ভারত থেকে আমদানি করি। এটা এক তোলা মানে ১০ গ্রাম, সেটা ৮০ টাকায় বিক্রি করা হয়। সেই অনুযায়ী ১০০ গ্রাম ৮০০ টাকা এবং কেজি আট হাজার টাকা।’রানা বলেন, ‘আমাদের দেশে যখন এই বাঁশের দুধ আসে তখন সেটা বাঘের দুধ হয়ে যায়। এখানকার ইনোসেন্ট মানুষরা এটাকে বাঘের দুধ বলেই সম্বোধন করেন। এই বাঘের দুধ মূলত ওষুধের কাজে ব্যবহৃত হয়। এটি চোখের সুস্থতার জন্য ব্যবহার করা হয়, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, ব্রেইন ভালো রাখে, হাড়ের ক্ষয় রোধে এটি ব্যবহার করা হয়। এটাকে গুঁড়া করে এক চিমটি নিয়ে টক দই বা গরম পানির সঙ্গে মিশিয়ে খায়।’
এ বিষয়ে পুষ্টিবিদ ফারহানা ইয়াসমিন মিলি জানান, বাঁশের নির্যাস প্রকৃতির সিলিকার সবচেয়ে শক্তিশালী উৎসগুলোর মধ্যে একটি— যা চুল, ত্বক এবং নখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ। এছাড়া থায়ামিন, নিয়াসিন, ভিটামিন এ, ভিটামিন ই এবং ভিটামিন সি এর একটি ভালো উৎস। বাঁশের নির্যাস কোলাজেন তৈরি করতে, ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে, রক্ত সঞ্চালন উন্নত করতে, বলিরেখা, কালো দাগ, সুক্ষ্ম রেখা, পিগমেন্টেশন এবং কোষ মেরামতেও সাহায্য করে।’তিনি আরও বলেন, ‘বাঘের দুধ নামে বাঁশের  যে  নির্যাস বিক্রি হয়— সেটা ইতোপূর্বে আমি শুনেছি। কিন্তু এ সম্পর্কে আমার কাছে পূর্ণ তথ্য নেই। এর উৎপত্তি বা উৎপাদন সম্পর্কে জানার পর গুণাগুণ সম্পর্কে বলতে পারবো। পুরান ঢাকায় বাঘের দুধ নামে যা বিক্রি হচ্ছে, তা যদি আসলেইবাঁশের নির্যাস হয়, তাহলে এটা মানবদেহের জন্য উপকারী। কিন্তু তা যদি মানুষকে বোকা বানিয়ে অর্থ আত্মসাতের ফন্দি হয়, তাহলে হিতে বিপরীত হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামান শিকদার বলেন, ‘বাঁশের নির্যাস মানবদেহের জন্য উপকারী। তবে সেই নির্যাস নেওয়ার প্রসেস সঠিক হতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটি খনিজ, যা সাধারণত  চুল, ত্বক ও স্বাস্থ্যের জন্য উপকারী। বাঁশের নির্যাস ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে ও কোষ মেরামতের জন্য বেশ উপকারী। এতে ভিটামিন এ, ভিটামিন ই, থায়ামিন, ভিটামিন সি ইত্যাদি থাকে। তবে সেটা সব বাঁশের নির্যাসে থাকে না।’  তিনি বলেন, ‘এখন পুরান ঢাকায় যেটা বিক্রি হচ্ছে, সেটা বাঁশের নির্যাস কিনা, তা দেখে বলতে হবে— এর গুণাগুণ ঠিক আছে কিনা বা এটা মানসম্মত কিনা। না দেখে তো আর কোনও মন্তব্য করতে পারবো না।’