স্টাফ রিপোর্টার:
গত ১১ ই জুলাই জেন্ডার সমতাই শক্তি : নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এসএমসি ও ইউএসএআইডি এর আর্থিক সহায়তায় বেসরকারী সংস্থা সীমান্তিক নতুনদিন কর্তৃক বিশ্বম্ভরপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে গতকাল।
দিবসটি উপলক্ষ্যে বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান এর নেতৃত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে র্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে সীমান্তিকের উপজেলা সুপারভাইজার মোঃ মিছবাহুর রহমান এর পরিচালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জনাব সাদিউর রহিম জাদিদ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বম্ভরপুর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ সাইদুল হক ডেপুটি প্রজেক্ট ম্যানেজার সীমান্তিক, ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ রাসেল মেডিকেল অফিসার এমসিএইচএফপি।
সভায় বক্তারা দিবসটি উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা,লিঙ্গসমতা,মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,এফডব্লিউভি,এফডব্লিউএ,এইচআই সীমান্তিকের সিএম ও জিএসএমগন উপস্থিত ছিলেন । আলোাচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান /কর্মীকে সনদপত্র প্রদান করা হয় । সীমান্তিক-নতুনদিনকে উপজেলার শ্রেষ্ঠ এনজিও হিসেবে সনদপত্র প্রদান করা হয় ।
অনুরুপভাবে ছাতক, দিরাই ও জামালগঞ্জ উপজেলায় এসএমসি ও ইউএসএআইডি এর আর্থিক সহযোগীতায় বেসরকারী সংস্থা সীমান্তিক কর্তৃক বিশ^ জনসংখ্যা দিবস-২০২৩ পালন করা হয় ।