নেত্রকোনায় সুদের টাকা না পেয়ে এক দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। কেন্দুুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের সাদার গ্রামে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে। আহতরা হলেন, বাবুল মিয়া (৫৫) ও তার স্ত্রী শামছুনাহার (৫০)।
ভুক্তভোগী ওই দম্পতির স্বজনদের অভিযোগ, প্রতিবেশী শহীদ মিয়ার কাছ থেকে শতকরা ১০ টাকা সুদে ১০ হাজার টাকা ধার নেন বাবুল ও তার স্ত্রী শামছুনাহার। দুই বছর নিয়মিত সুদ দিয়েছেন তারা। গত দুই বছর আগেই সুদাসলে একসঙ্গে ২৫ হাজার টাকা পরিশোধ করে ঋণমুক্তির জন্য মাফ চান তারা। এরপরও তাদের কাছে আরও এক লাখ টাকা পাবেন এমন দাবি করে আসছিলেন শহীদ মিয়া। এ নিয়ে বৃহস্পতিবার সকালে শহীদ মিয়ার পক্ষ নিয়ে তার চাচাতো ভাই আবুল মিয়া ও হলুদ মিয়া ওই দম্পতির ওপর হামলা চালায়। হামলায় বাবুল মিয়া ও শামছুনাহার গুরুতর আহত হন।
প্রথমে তাদের উদ্ধার করে কেন্দুুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত বাবুল মিয়ার অভিযোগ, তার ডান হাতের হাড় ভেঙে গেছে। তার স্ত্রীর বাম হাত ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছে।
শামছুনাহার অভিযোগ করে বলেন, তার ভাই নেই। বৃদ্ধ বাবা-মাকে দেখাশোনার জন্য স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। তাদের বেধড়ক মারপিট করে গোয়ালে থাকা একটি গরু ও ঘরে থাকা নগদ টাকা নিয়ে যায় হামলাকারীরা।
একই গ্রামের আছাব উদ্দিন জানান, সুদের টাকা সুদাসলে দুই বছর আগে দিয়ে দিয়েছে। এখনও তারা এক লাখ টাকা দাবি করছে। এ নিয়ে ঝামেলা। তাদের ওপর হামলার পর একটি গরু তারা নিয়ে গিয়েছিল। পরে ইউনিয়ন পরিষদ সদস্যের সহায়তায় গরুটি উদ্ধার হয়েছে।
কেন্দুুয়া থানার ওসি আলী হোসেন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।