পোল্যান্ডের রাজধানী ওয়ারশের কাছে একটি বিমানবন্দরের হ্যাঙ্গারে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সোমবার (১৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
উদ্ধারকর্মীরা জানান, বিমানটিতে তিনজন আরোহী ছিল। এটি লোহার হ্যাঙ্গারে ধাক্কা দেওয়ার সময় ঝড়ের কবল থেকে রক্ষা পেতে সেখানে ১৩ জন আশ্রয় নিচ্ছিল।
ওয়ারশ পুলিশের মুখপাত্র সিলওয়েস্টার মার্কজাক বলেন, এ বিমান দুর্ঘটনায় ৫ জন নিহত ও আরও ৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে পাইলটও রয়েছে বলে জানান তিনি।
বিমানটি ওয়ারশ থেকে ৪৭ কিলোমিটার দূরে চিরছাইনো গ্রামে অবস্থিত একটি ছোট বিমানবন্দরে অবতরণ করেছিল। জায়গাটি প্যারাস্যুট জাম্প প্রশিক্ষণের জন্য পরিচিত।
স্থানীয় দমকল বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এটি ছবিতে দেখা যাচ্ছে বিমানটির লেজের অংশ হ্যাঙ্গারের বাইরে বের হয়ে থাকতে দেখা গেছে।