বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন হিরো আলম।
এর আগে বৃহস্পতিবার ডিবির একটি সূত্র জানায়, বিকাল ৩টায় হিরো আলমকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে। মূলত হামলার ঘটনায় সরাসরি জড়িত ব্যক্তিদের শনাক্তের উদ্দেশ্যেই তাকে ডাকা হয়েছে।
কার্যালয়ে বসে হিরো আলম বলেন, আমার ওপর যে হামলা হয়েছে, সেই হামলাকারীদের শনাক্ত করার জন্য ডিবিপ্রধান হারুন অর রশিদ আমাকে ডিবি কার্যালয়ে ডেকেছেন। তাই আমি এসেছি।
উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের দিন বিকাল সাড়ে ৩টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। এ সময় মারধর থেকে বাঁচতে তাকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। পরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।
এ ঘটনায় অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন তার ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ।