শাহজাহান মাহমুদ হেলাল ও সুমন রহমান:
আজ রোববার দুপুরে দিরাই পৌরসভার সম্মলেন কক্ষে দিরাই পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা করেন পৌর মেয়র বিশ্বজিৎ রায়। ড্রেন নির্মানকে প্রাধান্য দিয়ে উক্ত খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়। দিরাই পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ৪৭ কোটি ৭৬ হাজার ৯১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৩ লক্ষ ৮০ হাজার টাকা। ব্যয় ৩ কোটি ৫০ লক্ষ ৩৫ হাজার টাকা। রাজস্ব উদ্ধৃত ১৩ লক্ষ ৪৫ হাজার টাকা। উন্নয়ন বরাদ্দ ৪৩ কোটি ৫০ লক্ষ ৪১ হাজার ৯১৪ টাকা। ব্যয় ৪৩ কোটি ৪৫ লক্ষ টাকা। সার্বিক বাজেট উদ্ধৃত: ৫ লক্ষ ৪১ হাজার ৯১৪ টাকা।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী মলয় ভট্টাচার্য্য, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সহ সভাপতি সুয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ সরদার, সৈদুর রহমান তালুকদার, অর্থ সম্পাদক প্রশান্ত সাগর দাস, দপ্তর সম্পাদক রুম্মান আহমদ, নির্বাহী সদস্য আবু হানিফ চৌধুরী, ইমরান হোসাইন, মোশাহিদ সরদার, প্যানেল মেয়র লিটন রায়, আশরাফ আহমদ, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, রেজাউল করিম, জুয়েল তালুকদার, রবীন্দ্র বৈষ্ণব, অমর তালুকদার, আবুল কাসেম, লিয়াকত আলী, মহিলা কাউন্সিলর মিনতি রানী দাস, হেলেনা বেগম পৌর পরিষদের কর নির্ধারক দেলোয়ার হোসেন, কর আদায়কারী আশিষ রায়, প্রধান সহকারি মুহিবর রহমান সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় পৌর মেয়র বিশ্বজিৎ রায় বলেন, সরকার কর্তৃক প্রতিটি বাজেট দেশ ও জনগণের কল্যানে। দিরাই পৌরসভায় বিগত দুই বছর যে পরিমানের উন্নয়ন হয়েছে তা দেশের অন্যান্য পৌরসভার তুলনায় বিরল। আমাদের লক্ষ্য দিরাই পৌরসভাকে সবার সহযোগিতায় আরও দূর এগিয়ে নেওয়া এবং শিক্ষা, স্থাস্থ্য, যোগাযোগ সর্বক্ষেত্রে সমৃদ্ধ করা। পৌরসভার জলাবদ্ধতার নিরসন ও সার্বিক সুন্দর্য বর্ধনে ড্রেন নির্মানে সর্বোচ্চ বরাদ্ধ দেওয়া হয়েছে। সম্মানিত পৌরবাসী নিয়মিত পৌর কর প্রদান করে পৌরসভার সার্বিক উন্নয়নে সহযোগিতা করবেন বলে আশা করি ।