ঢাকা , বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সুবিপ্রবিতে প্রথমবারের মতো ‘যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত Logo দিরাইয়ে ভারতীয় মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার Logo জগন্নাথপুরে রাতের আধাঁরে ছাত্রলীগের অতর্কিত হামলায় ২ জন আহত Logo এমসি কলেজের প্রিয় মুখ প্রফেসর হুমায়ুন কবীর চৌধুরীর বর্ণাঢ্য কর্মজীবনের সমাপ্তি Logo সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার ও বিচারের দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ Logo পুলিশ সপ্তাহ ২০২৫ শুরু Logo শান্তিগঞ্জ পাথারিয়া ইউনিয়ন জামায়াতের শ্রমিক কল্যাণ সভাপতি আজমল হুসেন , সেক্রেটারি মোঃশেকুল ইসলাম। Logo উপাচার্যকে নিয়ে মানহানিকর বিবৃতি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন Logo সুনামগঞ্জে ছাত্র—জনতার আন্দোলনে হামলা বিশ্বম্ভরপুর আ’লীগ সভাপতিসহ ৫ নেতা কারাগারে Logo শান্তিগঞ্জে ব্রাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটে স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশ কর্মকর্তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।  সোমবার (২৮ আগস্ট) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মিজানুর রহমান ভূইয়া জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাশিদা সঈদা খানম জানান, স্ত্রীর দায়ের করা মামলায় মানিকুল উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানিকুল পুলিশের পরিদর্শক পদে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় কর্মরত থাকাকালীন তার চিকিৎসক স্ত্রী ২০১৭ সালে এ মামলা দায়ের করেন। মানিকুল তার ১৮ বছরের চাকরি জীবনে ১৩ বার তিরষ্কৃত হয়েছেন। পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা মানিকুল ইসলাম মিথ্যা তথ্য দিয়ে ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সিলেটের ওসমানী নগর এলাকার কানাডা প্রবাসী এক নারী চিকিৎসককে বিয়ে করেন। পরবর্তীতে মানিক তাকে কানাডা নিতে স্ত্রীর ওপর চাপ প্রয়োগ ও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। ২০১৭ সালের ১৮ জুন তার স্ত্রী কানাডা থেকে দেশে আসেন। এ সময় মানিকুল পরিদর্শক পদে নবীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। স্ত্রীকে ওসমানী বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মানিক আবারও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ ছাড়া স্ত্রীকে মারধর করে পাসপোর্ট, ক্রেডিট কার্ড, ৫ ভরি স্বর্ণালংকার ও ৫ হাজার কানাডিয়ান ডলার ছিনিয়ে নেয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় আদালতে মামলা করেন মানিকের স্ত্রী। পরবর্তীতে মামলাসহ বিভিন্ন অভিযোগে মানিক সাময়িক বরখাস্ত হন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

Janasarthe 24

আপনাদের আশে পাশে ঘটে যাওয়া প্রতি মুহুর্তের খবর দিয়ে আমাদের সহযোগীতা করুন। আমরা আমাদের অনলাইনে তা প্রকাশ করে কৃতজ্ঞ হবো। আমাদের প্রতি মুহুর্তের খবর জানতে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

সুবিপ্রবিতে প্রথমবারের মতো ‘যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত

সিলেটে স্ত্রীর মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

আপডেট সময় ০৯:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশ কর্মকর্তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।  সোমবার (২৮ আগস্ট) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মিজানুর রহমান ভূইয়া জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাশিদা সঈদা খানম জানান, স্ত্রীর দায়ের করা মামলায় মানিকুল উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানিকুল পুলিশের পরিদর্শক পদে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় কর্মরত থাকাকালীন তার চিকিৎসক স্ত্রী ২০১৭ সালে এ মামলা দায়ের করেন। মানিকুল তার ১৮ বছরের চাকরি জীবনে ১৩ বার তিরষ্কৃত হয়েছেন। পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক বিয়ে ও প্রতারণার অভিযোগ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা মানিকুল ইসলাম মিথ্যা তথ্য দিয়ে ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সিলেটের ওসমানী নগর এলাকার কানাডা প্রবাসী এক নারী চিকিৎসককে বিয়ে করেন। পরবর্তীতে মানিক তাকে কানাডা নিতে স্ত্রীর ওপর চাপ প্রয়োগ ও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। ২০১৭ সালের ১৮ জুন তার স্ত্রী কানাডা থেকে দেশে আসেন। এ সময় মানিকুল পরিদর্শক পদে নবীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। স্ত্রীকে ওসমানী বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মানিক আবারও ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ ছাড়া স্ত্রীকে মারধর করে পাসপোর্ট, ক্রেডিট কার্ড, ৫ ভরি স্বর্ণালংকার ও ৫ হাজার কানাডিয়ান ডলার ছিনিয়ে নেয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় আদালতে মামলা করেন মানিকের স্ত্রী। পরবর্তীতে মামলাসহ বিভিন্ন অভিযোগে মানিক সাময়িক বরখাস্ত হন।