মান্নার মিয়া : দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে কাঙ্ক্ষিত ‘কালনী ২ সেতু’ উদ্বোধন হতে যাচ্ছে। স্বপ্ন পূরণ হতে চলেছে শান্তিগঞ্জের পাথারিয়ার পূর্ব ও পশ্চিম পাড়ের এলাকাবাসীর ।
শনিবার (১১ নভেম্বর ) স্বপ্নের কালনী ২ সেতুর উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম,এ মান্নান এম,পি ।
শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার কালনী নদীর ওপর ২০২১ সালে সেতুর নির্মাণ কাজ শুরু করে। ১৭৫ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ২ মিটার প্রস্থের এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ১৯কোটি ৭লাখ ৯২ হাজার৮০০ টাকা।
দীর্ঘদিন একটি সেতুর অভাবে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়েছে কয়েক লক্ষাধিক মানুষকে।সেতুটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের ভোগান্তির অবসান হবে। ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি হবে, পর্যটন শিল্পের ঘটবে বিকাশ।তাই কালনী ২ সেতু উদ্বোধনকে ঘিরে শান্তিগঞ্জের পাথারিয়ায় বইছে উৎসবের আমেজ।
বুধবার সন্ধ্যায় কালনী ২ সেতু উদ্ভোধনী অনুষ্ঠান ও সমাবেশের জায়গা পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃশহীদুল ইসলাম বর্তমান চেয়ারম্যান পাথারিয়া ইউনিয়ন। মোঃফয়জুর রহমান, সভাপতি উপজেলা কৃষক লীগ,মোঃআলী নেওয়াজ সভাপতি পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ,মোঃআব্দুল খালেক,আওয়ামীলীগ নেতা, মোঃবাবুল হোসেন উপজেলা যুবলীগ নেতা, মোঃনুর আলম সাধারণ সম্পাদক পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ আরও অন্যান্য স্থানীয় ব্যক্তি বর্গ।